আইডিবিতে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে বিসিএস কম্পিউটার সিটির ২০ বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল গিগাবাইটের “অরাস ফেস্ট ২০২০”। আইডিবি ভবন এ ১লা জানুয়ারি ২০২০ইং রোজ বুধবার সকাল ১১টা ৩০মিনিটে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
৪ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিসিএস ও গিগাবাইটের সকল সদস্যবৃন্দ, দোকান মালিকগন ও ক্রেতাসাধারণ সহ সকল জনগণের জন্য উন্মুক্ত ছিল । উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ কম্পিউটার সমিতির আহ্ববায়ক এ এল মজহার ইমাম চৌধুরী(পিনু),স্মার্ট টেকনোলজির পরিচালক মো: জাফর আহমেদ এবং গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান।
সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন এবং একই সাথে উৎসবের আমেজ বাড়াতে ছিল অত্যন্ত মূল্যবান স্ক্রাচ এন্ড উইন অফার যেখানে ছিল কুইজ খেলা বা গিগাবাইট পণ্য কিনলেই স্ক্রাচ এন্ড উইন অফার । আকর্ষণীয় উপহারের মধ্যে ছিল গিগাবাইটের এসএসডি, কেসিং, কিবোর্ড, মাউস, টি-শার্ট, মগ, মানিব্যাগ ইত্যাদি।নতুন পণ্যের সাথে স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার ক্রেতাদের বেশ নজর কেড়েছে। এছাড়াও ছিল আকর্ষণীয় ডোর গিফট (ফেসবুক চেকইন), প্রাইজ ডিসকাউন্ট।সেই সাথে নতুন টেকনোলজির পরিচয় করাতে আয়োজন করা হয়েছিল একটি গেমিং কন্টেস্ট যার নাম ভার্চুয়াল রিয়ালিটি গেম( ভি আর) বিট সেবার, এস্টেরয়েডস, হালো ইত্যাদি।