এখন থেকে স্টার কাবাবে খাবার ভোজন রসিকদের হাতে পৌঁছে দেবে সহজ ফুড। এ উপলক্ষে সম্প্রতি স্টার কাবাব ও সহজ ফুডের মধ্যে একটি এক্সক্লুসিভ চুক্তি সই হয়েছে।
এই চুক্তির ফলে সহজ ফুডের ব্যবহারকারিরা স্টার কাবাবের কাচ্চি বিরিয়ানি, মাটন লেগরোস্ট, চিকেন খিচুড়ি, শিক কাবাবসহ দারুণ সব সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন বাসায় বসেই।
স্টার কাবাবের বনানী শাখায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সহজ ফুডের ডিরেক্টর ফারজানা শারমিন বলেন, স্টার কাবাবের মত দেশের অন্যতম সেরা ও বিশ্বস্ত রেস্টুরেন্ট চেইনের সাথে এক্সক্লুসিভলি ফুড ডেলিভারি পার্টনার হিসাবে থাকতে পারা দারুণ ব্যাপার। আমরা আনন্দিত সহজ ফুডের ব্যবহারকারীদের স্টার কাবাবের বিখ্যাত সব খাবার এক্সক্লুসিভলি ডেলিভারি করতে পারবো বলে।
স্টার কাবাবের এর পক্ষ থেকে মীর আবীর আবরার বলেন, স্টার কাবাব এবং সহজ দুইটি দেশীয় প্রতিষ্ঠান এক সাথে সাফ্যলের পথে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে যাচ্ছে এই জন্য আমরা গর্বিত।
এখন গুলশান, বনানী, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, পান্থপথ এবং পুরান ঢাকার ভোজনরসিকরা সহজেই স্টার কাবাব থেকে মুখোরচোক সব খাবার এক্সক্লুসিভলি সহজ ফুডে অর্ডার করতে পারবেন।