কম্পিউটার হার্ডওয়্যার বলতে মূলত কম্পিউটারের ফিজিক্যাল পার্টস গুলোর কথা বুঝানো হয়ে থাকে। অর্থাৎ, কম্পিউটার বলতে খালি চোখে আমরা যা দেখি এবং স্পর্শ করতে পারি সেটাই কম্পিউটার হার্ডওয়্যার। আজকের আলোচনায় আমরা কম্পিউটার হার্ডওয়্যারে সমূহের সাথে পরিচিত হবো।
১. মনিটর
কম্পিউটারে আমরা যা কিছু করি সেটা দেখার জন্যে মনিটর ব্যবহার করা হয়। মনিটর ছাড়াও কম্পিউটার একই কাজ করতে সক্ষম যদি আপনি নিজে না দেখে কাজটি করতে পারেন।
২. মাদার-বোর্ড
মাদারবোর্ড হচ্ছে একটি কম্পিউটারের রাজধানী। মাদারবোর্ড এর মাধ্যমেই কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যার গুলো একে অন্যের সাথে যোগাযোগ করে থাকে।
৩. প্রসেসর
প্রসেসর একটি কম্পিউটারের মূল চালিকা শক্তি। কারণ যেকোনো ইন্সট্রাকশন প্রসেস করার কাজটা মূলত এই প্রসেসরই করে থাকে।
৪. র্যাম
RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory. মূলত এর কাজ হলো কম্পিউটার চলমান অবস্থায় প্রসেসরকে বার বার তার কাজের কথা মনে করিয়ে দেয়া।
৫. গ্রাফিক্স কার্ড
এককথায় কম্পিউটারের আপনার সামনে ভিউ করার ক্ষমতা নির্ভর করে এই গ্রাফিক্স কার্ড এর উপর। অর্থাৎ, আপনি যত ভালো মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন, আপনার কম্পিউটারের মনিটরে ততটাই বেশি চকচকে ডিসপ্লে দেখতে পাবেন।
৬. পাওয়ার সাপ্লাই
কম্পিউটার চালানোর জন্যে প্রয়োজনীয় পাওয়ার/কারেন্ট এর যোগান দেয়।
৭. ডিভিডি রোম
এক্সটার্নাল CD, DVD চালানোর জন্যে ব্যবহৃত হয়। তবে বর্তমান সময়ে এসে, পেনড্রাইভে এর মতো এক্সটার্নাল ডিভাইস গুলোর ব্যবহার বাড়ার কারণে DVD ROM এর ব্যবহার অনেকটাই কমে গিয়েছে।
৮. হার্ডডিস্ক
কম্পিউটারে যেকোনো ডেটা সংরক্ষণ করে রাখার জন্যে হার্ডডিস্ক এর প্রয়োজন। এমনকি আপনার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা হয়েছে সেটাও কিন্তু হার্ডডিস্ক এর মধ্যে অবস্থান করে।
৯. কীবোর্ড
অন্যতম প্রধান ইনপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারকে লিখে লিখে ইন্সট্রাকশন দেয়া হয়।
১০. মাউস
সেইম কীবোর্ড এর মতো ইনপুট ডিভাইস। তবে মাউস দিয়ে লিখে লিখে ইন্সট্রাকশন দেয়ার পরিবর্তে অনেকটা এক জায়গা থেকে আরেক জায়গা সিলেক্ট করার মাধ্যমে ইনপুট দেয়া হয়। এর বাইরেও ক্ষেত্র বিশেষে কম্পিউটার এর আরো অনেক ধরণের হার্ডওয়্যার হয়েছে।