সিস্টেম সফটওয়্যার (System Software) হলো বেশকিছু প্রোগ্রামের সমন্বয়, যা কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে কন্ট্রোল ও ম্যানেজ করতে সাহায্য করে। এবং এপ্লিকেশন প্রোগ্রামগুলোকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। এটি আপনার কম্পিউটারকে আরো ফাস্ট, ইফেক্টিভ ও সিকিউর করে তোলে।
সিস্টেম সফটওয়্যার এর অন্যতম কাজ হলো অন্যান্য সফটওয়্যার যেমন, অপারেটিং সিস্টেম, এন্টিভাইরাস সফটওয়্যার, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ইত্যাদি সফটওয়্যারগুলোকে সঠিাভাবে পরিচালিত করার জন্য একটি প্লাটফর্ম দাঁড় করানো৷ মোটকথা সিস্টেম সফটওয়্যার আপনার কম্পিউটারকে একটি Usable সিস্টেম হিসেবে গড়ে তোলে৷
সিস্টেম সফটওয়্যার এর কাজ-
১. সিস্টেম সফটওয়্যার এর মাধ্যমে একটি কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার পার্ট গুলােকে নিয়ন্ত্রণ করা হয়। এবং এটিই কম্পিউটারের কার্যকারিতা প্রদান করে।
২. Operating system হলাে সব থকে জরুরি system software, যেটাকে সবচেয়ে প্রথমেই কম্পিউটারে ইনস্টল করতে হয়। একটি operating system ছাড়া আপনার কম্পিউটার কোনাে ভাবেই অন্যান্য কাজ করতে পারবেনা।
৩. Language processing এর ক্ষেত্রে system software এর প্রয়ােজন। আমরা সাধারণ English ভাষাতে দেওয়া নির্দেশাবলী গুলােকে মেশিনের বুঝতে পারা ভাষাতে রূপান্তর করে।
৪. User application software এবং hardware এর মাঝে ইন্টারফেস (interface) বা মধ্যবর্তী হিসেবে কাজ করা।