ওয়্যারড্রবে যেমন আলাদা আলাদা ড্রয়ার থাকার কারণে আপনি সুন্দরভাবে আপনার কাপড় গুছিয়ে রাখতে পারেন এবং প্রয়োজনে বেরও করতে পারেন তেমনি হার্ডডিক্সকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পার্টিশনে ভাগ করলে আপনি যে কোনো ডাটা বিভিন্ন ফাইলে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সহজেই খুঁজে পাবেন৷ তবে এছাড়াও পার্টিশনের বিভিন্ন কারণ রয়েছে।
আমরা সাধারণত উইন্ডোজকে Drive C তে ইন্সটল করে রাখি৷ এখন যদি আপনার হার্ডডিক্সে কোনো পার্টিশন না থাকে তাহলে কোনো কারণে উইন্ডোজ রি-ইন্সটল করার সময় হার্ডডিক্সে থাকা আপনার অন্যান্য সকল ডাটাগুলো সহজেই রিমুভ হয়ে যাবে। মূলত এ কারণেই অধিকাংশ উইন্ডোজ ব্যবহারকারীরা আলাদা আলাদা পার্টিশন করে সেখানে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফাইলে বিভিন্ন ধরনের ডাটা সংরক্ষণ করে রাখে।
আবার অনেকেই একই হার্ডড্রাইভকে ডুয়েল বুট করে লিনাক্স ও উইন্ডোজ একই সাথে ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে একই পার্টিশনে দুটো অপারেটিং সিস্টেম ইন্সটল করলে ঝামেলা হতে পারে। এছাড়াও লিনাক্স ইন্সটল করার জন্য আলাদা পার্টিশন প্রয়োজন পড়ে। যদিও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি পার্টিশনই যথেষ্ট।