১. বর্তমানে ল্যাপটপ-এ যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাতে ল্যাপটপ ওভার চার্জ হয় না। কিন্তু, আপনি যদি সবসময় চার্জর কানেক্ট করে রাখেন তাহলে যেই মাইক্রোকন্ট্রোলারটি ব্যাটারিকে ওভার চার্জ হওয়া থেকে রক্ষা করে তা ধীরে ধীরে ডেমেজ হয়ে যাবে। এর ফলে ব্যাটারি গরম হয়ে যাবে এবং ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে।
২. ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও সপ্তাহে একবার ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারির আয়ু কমে যাবে।
৩. ল্যাপটপের ব্যাটারি বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, ব্যাটারি আইকনের দিকে তাকিয়ে ৮০ শতাংশ চার্জ হলে চার্জার খুলে ফেলা উচিত, আবার চার্জ ৪০ শতাংশের নীচে চলে এলে চার্জার লাগানো যেতে পারে।
৪. ব্যাটারি চার্জের সময় আসল চার্জার ব্যবহার করা উচিত।
৫. বাহ্যিক তাপ ব্যাটারির শক্তিকে কমিয়ে দেয়। তাই সরাসরি সূর্যের আলোয় ল্যাপটপ ব্যবহার না করাই উচিত।
৬. স্মার্টফোনের মতো ল্যাপটপের ডিসপ্লে অতিরিক্ত চার্জ ব্যয় করে। এতে ব্যাটারির আয়ু দ্রুত কমে। তাই ল্যাপটপের উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখুন। এ ছাড়া কিবোর্ডের ব্যাকলাইট বন্ধ করে রাখুন।
৭. ল্যাপটপ অতিরিক্ত গরম হলে এর ভেতরের পাখা দ্রুত ঘুরতে থাকে- যা ব্যাটারি থেকে অতিরিক্ত চার্জ ব্যবহার করে। তাই অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে ল্যাপটপ কুলার ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের।
৮. অতিরিক্ত সময় ডিভাইস চার্জে লাগিয়ে রাখবেন না। আপনার ডিভাইসের ব্যাটারিটি ১০০% চার্জ হয়ে গেলে এর পরে অতিরিক্ত চার্জ আপনার ব্যাটারির লাইফ টাইম কমিয়ে দিতে পারে।
৯. ধরুন আপনি দীর্ঘ দিনের জন্য আপনার ল্যাপটপটি বাসায় রেখে কোথাও বেড়াতে যাচ্ছেন তবে অবশ্যই আপনার ডিভাইসের ব্যাটারি অন্তত ১০০% চার্জ করে এমন কোন স্থানে রেখে যেতে হবে যেখানের চাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াসের নিচে।
১০. ল্যাপটপ বন্ধ করার পর ১০-১৫ মিনিট বাইরেই রাখুন, সাথে সাথে ব্যাগে না ঢুকিয়ে। এতে ব্যাটারি ও ল্যাপটপ ইন্টারনাল দ্রুত ঠাণ্ডা হতে পারে।