VPN এর পূর্ণরূপ হলো- ‘Virtual Private Network’ যা একটি কাল্পনিক ‘Tunnel’ মধ্যে দিয়ে আপনার তথ্য নিরাপদে আদান-প্রদান করতে সাহায্য করে। এর বাস্তবিক কোনো অস্তিত্ব নেই।
এই VPN অর্থাৎ কাল্পনিক টানেল আপনার নেটওয়ার্ক ও আপনার প্রয়োজনীয় আরেকটি নেটওয়ার্কের মধ্যে সিকিউর কানেকশন হিসেবে কাজ করে। অতএব আপনি যখন গোপন কোনো ডাটা বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে কারো নিকট পৌঁছাতে চাচ্ছেন তখন আপনার এই গোপন ডাটা বা তথ্যগুলো VPN ব্যবহারের মাধ্যমে সিকিউর রাখা সম্ভব হয়। কারণ VPN (Virtual Tunnel) ব্যবহারের ফলে বাইর থেকে কেউ আপনার ডাটা বা তথ্য সম্পর্কে অবগত হতে পারে না।
এছাড়াও নিজের লোকেশন হাইড রাখতে, ব্লকড সাইটগুলোতে এক্সেস পেতেও অনেকেই VPN ব্যবহার করে থাকেন।
বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ভালো ভিপিএনগুলো হলো-
#For_Mobile
1. Privateinternetaccess (Score: 9.8)
2. Cyber Ghost (Score: 9.4)
3. NordVPN (Score: 9.2)
4. IPVANISH (Score: 8.8)
5. Surfshark (Score: 8.5)
#For_Computer
1. ExpressVPN (Score: 9.9)
2. Surfshark (Score: 9.8)
3. Cyber Ghost (Score: 9.1)
4. IPVANISH (Score: 8.9)
5. Privateinternetaccess (Score: 8.6)