শুরু হতে যাচ্ছে পাবজি মোবাইল প্রো লীগ (পিএমপিএল) এসএ চ্যাম্পিয়নশীপ-এর সিজন ১। দক্ষিণ এশিয়ার সেরা ১৬ টি গেমিং দল এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে এবং পুরস্কার হিসেবে থাকছে ১৫০,০০০ মার্কিন ডলার। ১০ই জুন থেকে ১৩ই জুন ২০২১, ৩ দিন চলবে রোমাঞ্চে ভরপুর এই প্রতিযোগীতা।
১৬ টি দলের মধ্যে থাকছে পিএমপিএল এসএ সিজন ৩ ফাইনালস-এর ৯ টি দল, পিএমসিও এইচটিএম-এর ৪ টি দল, পিএমসিও ওয়াইল্ডকার্ড থেকে ২ টি দল এবং পিএমপিএল এসএ সিজন ২ ফাইনালস-এর বিজয়ী দল স্কাইলাইটজ গেমিং।
দর্শকরা এই প্রতিযোগীতাটি পাবজি মোবাইল ই-স্পোর্টস-এর ইউটিউব, ফেইসবুক এবং টুইচ চ্যানেলে উপভোগ করতে পারবেন।
পাবজি মোবাইল প্রো লিগ (পিএমপিএল) সম্পর্কে-
পাবজি মোবাইল প্রো লিগ (পিএমপিএল) হলো পাবজি মোবাইল ই-স্পোর্টস প্রোগ্রামের রিজনাল এবং ন্যাশনাল প্রো লেভেল প্রতিযোগীতা। পিএমপিএল, পিএমপিএল সাউথ ইস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপ, পিএমপিএল আমেরিকাস চ্যাম্পিয়নশিপ, পিএমপিএল সাউথ এশিয়া চ্যাম্পিয়নশিপ এবং পিএমপিএল ইএমইএ চ্যাম্পিয়নশিপ, এই ৪ টি রিজনাল চ্যাম্পিয়নশিপ কভার করে। পাবজি মোবাইল ক্লাব ওপেন (পিএমসিও) এবং পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (পিএমএনসি) থেকে সেরা দলগুলো এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। সমগ্র পাবজি মোবাইল ই-স্পোর্টস প্রোগ্রামটি ২০২১ এর জন্য মোট ১৪,০০০,০০০ মার্কিন ডলার সম-পরিমাণ পুরস্কারের প্রস্তাবনা দেয়, যা ই-স্পোর্টস-এর ইতিহাসে সর্বোচ্চ। পাবজি মোবাইল ই-স্পোর্টস নিউজ সম্পর্কে আরও তথ্যের জন্যে চোখ রাখুন ফেসইবুক, ইন্সটাগ্রাম এবং ইউটিউব-এ।