জেসিআই ঢাকা সাউথ এর ৪র্থ জিএমএম ৩০ই সেপ্টেম্বর, ২০২১ সিক্স সিজন হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। জিএমএম এ সভাপতিত্ব করেন ২০২১ জেসিআই ঢাকা সাউথ এর লোকাল প্রেসিডেন্ট আশিক ইকবাল।
প্রাণবন্ত সদস্যদের উপস্থিতিতে এই সভাতে আরো ছিলেন জেসিআই জাতীয় বোর্ডের কর্মকর্তারা, ঢাকা সাউথ বোর্ডের সদস্য এবং সকল সাধারণ সদস্যবৃন্দ।
জিএমএম-এ চলমান এবং আসন্ন প্রকল্প এবং ইভেন্ট সম্পর্কিত কার্যকলাপ ভাগ করে নেওয়ার পরিকল্পনা সহ এজেন্ডার পরিসীমা আলোচনা করা হয়। সাধারণ সদস্য ও বোর্ড কর্মকর্তাদের মাঝে জেসিআই পিন হস্তান্তরের মাধ্যমে জিএমএম-এর সমাপ্তি হয়।