বাংলা নববর্ষকে বরণে ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল ঢাকা রাস্তা অঙ্কনের উদ্যোগ নিয়েছে। এই আয়োজনটির রং স্পন্সর করেছে বার্জার। উদ্যোগটি বৈশাখের আসল মর্ম তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পহেলা বৈশাখ আমাদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন। পহেলা বৈশাখ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে। উৎসবমুখর এই দিনটি সাধারণত নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে রাস্তা অঙ্কন উদ্যোগের মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। এই উৎসব মুখর কর্মকাণ্ডের মাধ্যমে ডিপিএস এসটিএস স্কুলের প্রিন্সিপাল ড. শিবানন্দ সিএস, ভাইস- প্রিন্সিপাল বিজো কুরিয়ান এবং সিওও জাহাঙ্গীর কবির রাসেল সহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ অন্যান্যরা বাংলা নতুন বছর ১৪২৯ কে স্বাগত জানান। তিনি বলেন, এই উদ্যোগ বৈশাখের আসল মর্ম তুলে ধরতে সক্ষম হয়েছে।