তথ্যপ্রযুক্তিতে মানবসম্পদের উন্নয়ন, সচেতনতা বৃদ্বিতে একসাথে কাজ করবে গভমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম এবং সিটিও ফোরাম বাংলাদেশ। এই মর্মে গ্ত ২৮ জুন ঢাকায় সিটিও ফোরামের কার্যালয়ে দুই ফোরামের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে নিজ নিজ ফোরামের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন গভমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সভাপতি শারমীন আফরোজ এবং সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের মহাসচিব আরফে এলাহি মানিক, যুগ্ম সচিব আশরাফুল হক, কার্যনীর্বাহি সদস্য মো: আসিফ, ফেলো মেম্বার এ কে এম আহমেদুল ইসলাম বাবু এবং গভমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের মহাসচিব রতন চন্দ্র পাল, যুগ্ন সচিব মো মোনায়েম উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ খবির উদ্দিন খান।
এই চুক্তির আওতায় এখন থেকে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সিটিও ফোরামের সকল কার্যক্রম সহ সেমিনার, সিম্পোজিয়াম, ওর্য়াকশপ, ইনোভেশন হ্যাকাথনের মত আয়োজন গুলোতে সহযোগী ফোরাম হিসাবে কাজ করবে গভমেন্ট অফিসার্স ফোরাম।