বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম ২০০৬ থেকে স্বাধীন ফোরাম হিসেবে আত্মপ্রকাশ করে এবং প্রথম জাতীয় আইজিএফ উদ্যোগ হিসাবে আবির্ভূত হয় যা জাতিসংঘের ইন্টারনেট গভর্ন্যোন্স ফোরামের সাথে কাজ করছে। জাতিসংঘের ইন্টারনেট গভর্ন্যান্স বিষয়ক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম একটি মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম যা ইন্টারনেটের উন্নয়নে জন্য সরকারের সাথে অধিপরামর্শ ছাড়াও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বার্ষিক সভাগুলোতে কিভাবে বিভিন্ন তথ্য বিনিময় করা যায় এবং ভালো অুনশীলনগুলো নিয়ে কিভাবে সবাইকে জানানো যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম ১৭তম ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০২২ আয়োজন করা হয়।
১০ থেকে ১২ নভেম্বর ২০২২ একটি রেজিলিয়েন্ট ইন্টারনেট ফর শেয়ারড সাসটেইনএবল এন্ড স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে এবং জাতিসংঘ মহাসচিবের পরিকল্পিত গেøাবাল ডিজিটাল কমপ্যাক্টের সাথে সংযুক্ত ১৫টি থিম। জনাব মোস্তফা জব্বার, মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকার স্থিতিস্থাপক ইন্টারনেট শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব হাসানুল হক ইনু, এমপি, চেয়ারপারসন, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এবং সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সভাপত্তিব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব শ্যাম সুন্দর সিকদার। মিসেস রোজিনা নাসরিন, দপ্তর সম্পাদক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, জনাব মোঃ এমদাদুল হক, সভাপতি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), জনাব রিজওয়ান রহমান, সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জনাব অনির চৌধুরী, পলিসি এ্যাডভাইজার, অ্যাসপায়ার টু ইনোভেট (এ২আই) প্রোগ্রাম, আইসিটি বিভাগ/মন্ত্রিপরিষদ বিভাগ/ইউএনডিপি বাংলাদেশ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এএইচএম বজলুর রহমান অধিবেশনটি পরিচালনা করেন। জনাব মোহাম্মদ আব্দুল হক অনু, মহাসচিব, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ)।
উদ্বোধনের আগে, এমপাওয়ারিং ইয়ূথ এন্ড ইয়ুথ ফর স্মার্ট বাংলাদেশ অনওয়ার্ড টু আইজি প্রসেস: প্রোগ্রেস চ্যালেঞ্জেস এন্ড ওয়েফরওয়ার্ড নিয়ে এক আলোচনা অুনষ্ঠিত হয়। জনাব মেসবাহ উদ্দিন, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন। জনাব মানিক মাহমুদ, হেড অব কমিউনিকেশন, অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই), আইসিটি বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মিসেস নেহরিন মোস্তফা, সদস্য, কেন্দ্রীয় উপ-কমিটি, আন্তর্জাতিক বিষয়ক কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব বিপ্লব জি রাহুল, কো-চেয়ারম্যান, ডিজিটাল কমার্সের স্থায়ী কমিটি, বেসিস এবং সিইও, ইকুরিয়ার, জনাব ইলমুল হক সজীব, পরিচালক, ইক্যাব এবং সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও, সেবা এক্সওয়াই জেড।
মিসেস জেনা ফুং, ডিজিটাল পলিসি অ্যান্ড কমিউনিটি রিলেশন ম্যানেজার, ডট এশিয়া, হংকং এবং শ্রীনিবাস গৌড় চেন্ডি, সিনিয়র অ্যাডভাইজার পলিসি অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) অস্ট্রেলিয়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), এসপায়ার টু ইনোভেটিভ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।