র্যাংগ্স ইলেকট্রনিক্ সলিমিটেড, যাসনি-র্যাংগ্স নাম বহুল ভাবে পরিচিত, ঢাকা র্যাংগ্স ফ্ল্যাগশীপ স্টোর সোনারতরী-তে ওশানব্যান্ডের হোম এপ্ল্যায়েন্স আনুষ্ঠানিক বাজারজাত শুরুর ঘোষণা করেছে। র্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশের মানুষেরজন্য সাশ্রয়ী মূল্যে সেরা মানের ইলেকট্রনিক্সপণ্য সরবরাহের জন্য প্রতিশ্রæতিবদ্ধ। সেরা মানের অফিসিয়ালপণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়েসনি, এলজি, ইলেকট্রোলাক্স, কেলভিনেটর, র্যাংগ্স, কেনস্টারসহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার পাওয়া যাচ্ছে র্যাংগ্সের সকল শোরুমে।
ওশান ব্র্যান্ডের আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন মডেলেরপণ্যের মধ্যে রয়েছে ডিজিটাল মাইক্রো ওয়েভওভেন,ইনফ্রারেডকুকার, এয়ারফ্রায়ার, মিক্সারগ্রাইন্ডার, টেম্পার্ড গসইলেকট্রিককেটলি, কফিমেকার, স্টিম এবং ড্রাইআইরন। ওশান ব্র্যান্ড ইতোমধ্যে র্যাংগ্স এর সকল শোরুমে ও অনলাইন স্টোর shop.rangs.com.bd -এ পাওয়াযাচ্ছে। ওয়ার্ল্ড কাপ ফুটবল ক্যাম্পেইন ও ওশান এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ৭দিনের স্পেশালমূল্য ছাড়পাবেন এই ব্র্যান্ড । একই সাথে থাকছে ০১ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
র্যাংগ্স ইলেকট্রনিক্স-এর পক্ষ থেকে মিসেসসাচিমি হোসেন, সম্মানিত ভাইস চেয়ারপারসন এবং মিসবিনাস হোসেন, সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক, যৌথভাবে এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গত ৪০ বছর ধরে র্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।