দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ড্যাফোডিল পলিটেকনিকের ১৫ থেকে ২২ জানুয়ারি ২০২৩ তারিখ ২০ জন শিক্ষার্থীর একটিদল কালিঙ্গা ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি এবং কালিঙ্গা ইন্সটিটিউট অব সোশ্যালসায়েন্স-এ ইন্টারন্যাশনাল ইন্টার্নশীপ এন্ড ভলেন্টিয়ার প্রোগ্রামে অংশগ্রহণকরে। ভারতের ভুবনেশ্বর ও ওড়িশা’তে এ সময়ে ভিন্নভিন্ন সেমিনার, কর্মশালা এবং বিভিন্ন সেচ্ছাসেবী র্কাযক্রমে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা KIIT বিশ্ববিদ্যালযের কর্তৃক আয়োাজিত একটি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণকর্মস‚চিতে যোগদানকরে। যেখানে শিক্ষার্থীরা কওঝঝ-এ শিক্ষা, গবেষণা, ক্রীডা ও সাংস্কৃতিক দলের সাথে কাজকরে। এর আগে KISS বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনসহ বিশেষ আয়োজনের মাধ্যমে তাদের ক্যাম্পাসে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের অভিনন্দন জানায়। পরবর্তীতে শিক্ষার্থীরা বায়ো ফার্টিলাইজারের ওপর একটি অধিবেশনে যোগদান করে, যেখানে তারা জৈব সারেরমূল্য এবং বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে বিশেষজ্ঞান অর্জনকরে। এছাড়াও ইউনেস্কোর ইন্টারন্যশনালমিলিট ইয়ার-২০২৩ উপলক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা KISS শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের UMAP শিক্ষার্থীদের সাথে ভারতের কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যালসায়েন্সে পোস্টার উপস্থাপন করেন ও মিলিট ইয়ার এর উপর সেশনে অংশগ্রহণ করে।
এই উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের জন্য উচ্চতর পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি বড়সুযোগ। আন্তর্জাতিক এই সফরের ৩য়দিনে, শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে বাষ্পে রান্নার প্রক্রিয়া দেখতে KISS–এর মেগাকিচেন পরিদর্শনকরেন ও নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণ করে। পাশাপাশি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবের ওপর একটি বিশেষ অধিবেশনে অংশ নেয়। যার ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয়ে তারা জ্ঞান অর্জন করে। সেশনের শেষ দিন ড. অচিন্তাসামান্তা, প্রতিষ্ঠাতা vKIIT এবং KISS,ড্যাফোডিল পলিটেকনিকের পুরোটিমকে (IVIP) প্রোগ্রামে অংশগ্রহণের ওপর একটি সেশন নেন এবং শিক্ষার্থীদের সনদ প্রদানকরেন।
ডিপ্লোমাইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অর্জন। ভলেন্টিয়ারি কার্যক্রমে অংশ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা ওড়িশার আদিবাসী মিউজিয়াম ভ্রমণ করেন, যা তাদের ওড়িশার এতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারনা প্রদান করে। পুরো সফরে শিক্ষার্থীদের সাথে ছিলেন ড্যাফোডিল পলিটেকনিকের উপ পরিচালক জনাব কে এম পারভেজ ববি এবং ড্যাফোডিল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ভাইসপ্রিন্সিপাল জনাব আব্দুল হাকিম।