বিশ্বে ল্যাপটপ জগতের অন্যতম ব্র্যান্ড Acer পবিত্র রমজান উপলক্ষ্যে গ্রাহকদের জন্য মাস ব্যাপি “ ACER রমজান অফার” ঘোষনা করেছে ।এই অফারে রমজান মাসে গ্রাহকেরা UCC ডিস্ট্রিবিউটেড Acer ব্র্যান্ড এর ল্যাপটপ কিনে জিতে নিতে পারে নিশ্চিত পুরষ্কার। এই অফারে Acer Nitro সিরিজের ইন্টেল প্রসেসর যুক্ত ল্যাপটপের সাথে নিশ্চিত পুরষ্কার হিসেবে রয়েছে ৩০০০ টাকার আড়ং এর ঈদ গিফট কার্ড অথবা সমপরিমান টাকার প্রাইজড বন্ড, Acer Nitro সিরিজের এএমডি প্রসেসর যুক্ত ল্যাপটপের সাথে রয়েছে ৫০০০ টাকার আড়ং এর ঈদ গিফট কার্ড অথবা সমপরিমাণ টাকার প্রাইজ বন্ড। Acer Aspire সিরিজের ল্যাপটপের সাথে নিশ্চিত পুরষ্কার হিসেবে রয়েছে ২০০০ টাকার আড়ং এর ঈদ গিফট কার্ড অথবা সমপরিমান টাকার প্রাইজড বন্ড এবং Acer Extensa সিরিজের ল্যাপটপের সাথে নিশ্চিত পুরষ্কার হিসেবে রয়েছে স্বপ্ন সুপারশপের ৫০০ টাকার শপিং ভাউচার । বাংলাদেশে Acer ব্র্যান্ডের অন্যতম পরিবেশক UCC আজ এক আয়োজনের মাধ্যমে রমজান মাসের এই কনজুমার অফার এর আনুষ্ঠানিক ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর বিজনেস ম্যানেজার (কনজুমার এবং কমার্শিয়াল) জনাব সারওয়ার জাহান শোয়েব, বাংলাদেশ এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর চ্যানেল কনসালটেন্ট মোঃ হাসিব জ্যাকি সহ ইউসিসি’র কর্মকর্তারা । এই অফারটি ১ম রমজান থেকে শুরু করে পবিত্র ঈদের আগে চাঁদ রাত পর্যন্ত চলবে। অফারটি সম্পর্কে বিস্তারিত ucc.com.bd ফোন ০১৮৪৪০৫৮৭৮৭।