হোম প্রযুক্তি খবর বাংলালিংক নিয়ে এসেছে ‘MyBL স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন’

বাংলালিংক নিয়ে এসেছে ‘MyBL স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন’

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নিয়ে এসেছে ‘MyBL স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন’। স্বাধীন মিউজিক লিমিটেড-এর সহযোগিতায় আর্টসেল-এর সাথে এই ক্যাম্পেইন শুরু করেছে বাংলালিংক। MyBL ব্যবহারকারীরা এতে অংশগ্রহণ করে আর্টসেল সদস্যদের সাথে দেখা করার পাশাপাশি আর্টসেল-এর প্রাইভেট লাইভ শো-তে অংশগ্রহণ ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনটিতে অংশগ্রহণের জন্য MyBL-এর ব্যবহারকারীদের অ্যাপটির মিউজিক সার্ভিসে সাবস্ক্রাইব করে ২৫ জুন পর্যন্ত মিউজিক ও পডকাস্ট স্ট্রিমিং করতে হবে। স্ট্রিমিংয়ের মোট সময়ের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্ধারণ করা হবে। ক্যাম্পেইনের সেরা স্ট্রিমার আর্টসেল-এর সদস্যদের সাথে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। এছাড়া প্রথম ১৫ জন স্ট্রিমার আর্টসেল-এর একটি লাইভ শো-তে অংশগ্রহণ করার সুযোগের পাশাপাশি পাবেন আকর্ষণীয় পুরস্কার। ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে:

https://www.banglalink.net/en/digital-services/apps/music-on-the-mybl-app বাংলালিংক-এর ডিজিটাল বিজনেস ডিরেক্টর মোহিত কাপুর বলেন, “ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়ন করা। MyBL ব্যবহারকারীরা এখন ১,০০,০০০-এর বেশি ভালো মানের বাংলা গান ও ১০০০-এর বেশি পডকাস্ট পর্ব উপভোগ করতে পারবেন। একই সাথে এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয় আর্টসেল রকস্টারদের সাথে দেখা করার সুযোগ পাবেন।” আর্টসেলের সহ-প্রতিষ্ঠাতা জর্জ লিংকন ডি'কস্তা বলেন, “বাংলাদেশে MyBL-এর এই নতুন ধরনের মিউজিক ক্যাম্পেইনের অংশ হতে পেরে আর্টসেল আনন্দিত। আমরা সারাদেশের সঙ্গীতপ্রেমী ও আমাদের ফ্যানদের ‘MyBL স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন’-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিজয়ীদের সাথে অসাধারণ সময় কাটাতে আমরা আগ্রহের সাথে
অপেক্ষা করছি।” বাংলালিংক নতুন ও উন্নত সুবিধা নিয়ে আসার মাধ্যমে গ্রাহকসেবার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে প্রতিজ্ঞাবদ্ধ।

Related Articles