যেকোনো মোবাইল নাম্বারে বিকাশ থেকে ২০ টাকা রিচার্জ করলেই প্রতিদিন চার ঘন্টা সময়জুড়ে প্রতি মিনিটে প্রথম ৬০ জন রিচার্জকারী পাচ্ছেন ১০ টাকা ক্যাশব্যাক। ১ জুন, ২০২৩ থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৭ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬:০০ থেকে রাত ১০:০০ পর্যন্ত উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সপ্তাহজুড়ে চলা এই ক্যাম্পেইনে প্রতিদিন ১৪,৪০০ জন করে মোট এক লাখেরও বেশী গ্রাহক এই ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন। গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে বা *২৪৭# ডায়াল করে যেকোনো নাম্বারে ২০ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন। যেকোনো সময়, দেশের যেকোনো স্থান থেকে যেকোনো অংকের টাকা নিজের বা প্রিয়জনের মোবাইলে রিচার্জ করার সুযোগ থাকায় এই সেবাটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জে বিভিন্ন অপারেটরের সাথে রয়েছে বিভিন্ন ধরনের অফার। গ্রাহক তার ব্যবহারের ধরন অনুযায়ী নিজস্ব মোবাইল অপারেটরের ভয়েস, ডাটা প্যাক অথবা বান্ডেল কিনতে পারেন খুব সহজেই।
বিকাশ থেকে মোবাইল রিচার্জে প্রতি মিনিটে ক্যাশব্যাক
লেখক: নিজস্ব প্রতিবেদক
112
পরের পোষ্ট