হুয়াওয়ে দক্ষিণ এশিয়া প্রতিনিধি অফিস সম্প্রতি হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমির শিক্ষার্থীদের জন্য এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় বুয়েটের অধ্যাপকদের (যারা একইসাথে হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমির প্রশিক্ষক) উপস্থিতিতে টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিভিন্ন সল্যুশন ও প্রযুক্তির ক্ষেত্রে সাম্প্রতিক ট্রেন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসএআরও -এর প্রিন্সিপাল মার্কেটিং ম্যানেজার এস এম নাজমুল হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. লুৎফা আক্তার। পরবর্তীতে, কর্মশালায় খাত বিশেষজ্ঞরা টেলিযোগাযোগ সল্যুশন, ডিজিটাল অর্থনীতি নিয়ে ধারণা, সবুজ বাংলাদেশের জন্য স্মার্ট পিভি সোলার সল্যুশন এবং ক্লাউড সল্যুশন সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। অভিজ্ঞতার ওপর ভিত্তি করে হুয়াওয়ে বুয়েট একাডেমি কীভাবে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে তা নিয়েও সেশনে আলোচনা করা হয়। উল্লেখ্য, হুয়াওয়ে দক্ষিণ এশিয়া বাংলাদেশের তরুণদের আইসিটি দক্ষতা বিকাশের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হুয়াওয়ে বুয়েটের সাথে কৌশলগত সহযোগিতার মাধ্যমে ফাইভজি, ক্লাউড কম্পিউটিং, স্টোরেজ ও এইচসিআইএ কোর্স নিয়ে কার্যকরী ব্যবহারিক জ্ঞান প্রদানের লক্ষ্য নিয়ে হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি চালু করা হয়। ইতোমধ্যেই প্রথম ব্যাচের মোট ২৪ জন শিক্ষার্থী এই একাডেমি থেকে সনদ অর্জন করেছেন। বর্তমানে, একাডেমির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে।
হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমির শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন
লেখক: admin@techmailbd
138