হোম ক্যারিয়ার ময়মনসিংহ বিভাগে উদ্‌যাপিত হল বিপিও সামিট ২০২৩

ময়মনসিংহ বিভাগে উদ্‌যাপিত হল বিপিও সামিট ২০২৩

ময়মনসিংহে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গত ২০ জুন  অনুষ্ঠিত হয় ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (ময়মনসিংহ বিভাগ)’। দেশব্যাপী তথ্যপ্রযুক্তি তথা বিপিও শিল্পের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি উন্নয়ন, বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের নানান দিক, তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গুলোর সম্ভাবনা ও সমস্যা সমাধানে করণীয়, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরি, চাকরি মেলা আয়োজন, নীতিসংক্রান্ত সম্ভাব্য পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে বিশদ আলোচনার উদ্দেশ্যে মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”। আজ মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহফুজুল আলম মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ময়মনসিংহ। তিনি তার বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। আর এখন আমরা এগোচ্ছি তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ এক স্মার্ট বাংলাদেশের দিকে। উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিতে হলে তথ্যপ্রযুক্তি শিল্পে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। আমাদের ছেলেমেয়েদের তথ্যপ্রযুক্তি শিল্পে দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।”

এছাড়াও অনুষ্ঠানে বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব এ কে এম আহমেদুল ইসলাম বাবু, পরিচালক; কাওসার আহমেদ, পরিচালক এবং জনাব মৃধা মোঃ মাহফুজ-উল-হক চয়ন, চেয়ারম্যান, বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট উপকমিটি। আরও উপস্থিত ছিলেন জনাব জায়েদ উদ্দিন আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), জনাব রিশাদ হাসান, স্টাফ রিপোর্টার, এটিএন নিউজ, ভাইস প্রেসিডেন্ট (সদস্য কল্যাণ), টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এবং অমিত রায়, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ প্রেস ক্লাব। অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকে সন্ধ্যে পর্যন্ত। দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে অসংখ্য চাকরিপ্রার্থী মেধাবী শিক্ষার্থীদের ইন্টারভিউ নেয়া হয় এ চাকরি মেলায়। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলঃ আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), টেকনোগ্রাম লিমিটেড, দ্য কাউ কোম্পানি লিমিটেড, এইচএমসি টেকনোলজি লিমিটেড এবং সার্ভিস ইঞ্জিন বিপিও। উল্লেখ্য, গত  ২০ জুন য়ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘ফস্টারিং বিপিও ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ স্মার্ট বাংলাদেশ (Fostering BPO Industry to Achieve SMART Bangladesh)’ শীর্ষক পলিসি ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়। এছাড়াও গত ১৯ জুন তারিখে বিপিও সামিটের ক্যারিয়ার ক্যাম্পেইনের অংশ হিসেবে ময়মনসিংহ

পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা উন্নয়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিপিও শিল্পের সম্ভাবনাময় দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরে এ খাতে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলতে উৎসাহ যুগিয়ে বক্তব্য রাখেন জনাব মোঃ সেলিম সরকার, কার্যনির্বাহী সমন্বয়ক, বাক্কো সচিবালয়। ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় দেশব্যাপী চলছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

Related Articles