দেশের সবচেয়ে বড় আইটি ডিসট্রিবিউশন কোম্পানি ‘গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড’ এর উদ্যোগে গত ১২ই জুন ঢাকার ধানমন্ডিতে একটি স্বনামধন্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল, নলেজ শেয়ারিং ও পার্টনার মিট প্রোগ্রাম ‘ইভোলিস চ্যানেল পার্টনারস নাইট ২০২৩” । বিশেষ অতিথি হিসেবে উক্ত কর্পোরেট নাইটে উপস্থিত ছিলেন, ইভোলিস এশিয়া এর রিজিওনাল ম্যানেজার ক্লিমেন্ট উইই, রিজিওনাল সেলস এক্সিকিউটিভ এলান ফং ও গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর চ্যানেল সেলস হেড সমীর কুমার দাস, অফিস ইকুইপমেন্ট প্রোডাক্ট হেড মোহাম্মদ আসাদুজ্জামান, ইভোলিস প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ ফরিদুল ইসলাম, ব্র্যান্ড কমিউনিকেশন হেড সেলিম আহাম্মেদ বাদল। আরো উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড এর টপ অফিসিয়ালস, পার্টনারস এবং ব্যবসার সাথে জড়িত আরো অনেকে। অনুষ্ঠানে ইভোলিস এর বিভিন্ন চলমান এবং নতুন প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এলান ফং ও মোহাম্মদ ফরিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর চ্যানেল সেলস হেড সমীর কুমার দাস।
অনুষ্ঠিত হল ইভোলিস চ্যানেল পার্টনারস নাইট ২০২৩
লেখক: শাহীন আল রাইয়্যান
115