গত বৃহস্পতিবার, ১৩ জুলাই বিকাল ৩:০০টায়, জেলা শিল্পকলা একাডেমী, চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (চট্টগ্রাম বিভাগ)’-এর মূল অনুষ্ঠান ও চাকরি মেলা। দেশব্যাপী তথ্যপ্রযুক্তি তথা বিপিও শিল্পের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি উন্নয়ন, বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের নানান দিক, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনাকে কাজে লাগানো ও তাদের সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিসহ চাকরি মেলা আয়োজন, নীতিসংক্রান্ত সম্ভাব্য পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে বিশদ আলোচনার উদ্দেশ্যে মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম। তিনি তার বক্তব্যে বলেন- “মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, সেই স্মার্ট বাংলাদেশের সর্বপ্রথম স্মার্ট জেলা হিসেবে আমরা চট্টগ্রামকে বিনির্মাণ করতে করতে চাই। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আমরা ১২৭টি আইডিয়া সংগ্রহ করেছি, যার মধ্য থেকে প্রাথমিকভাবে ৫০টি আইডিয়া বাছাই করেছি বাস্তবায়নের জন্য। বর্তমানে চট্টগ্রাম জেলা প্রশাসন ৫টি ইনোভেটিভ আইডিয়া বাস্তবায়িত করার জন্য কাজ করছে। স্মার্ট স্কুলবাস, পটিয়া আশ্রয়ণ প্রকল্প বা শেখ হাসিনা স্মার্ট ভিলেজ নির্মাণ, স্মার্ট অ্যাগ্রিকালচার ইক্যুইপমেন্ট অ্যান্ড স্মার্ট লেবার পুল, সমস্তপ্রকার লাইসেন্সিং-এর জন্য স্মার্ট অ্যাপ তৈরি- আইডিয়াগুলোর মধ্যে অন্যতম। বাক্কোকে অনেক ধন্যবাদ এমন চমৎকার আয়োজন বিভাগীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। আমাদের আইডিয়াসমূহ বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা চাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মিজানুর রহমান, উপসচিব, পরিচালক (অর্থ এবং প্রশাসন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর; জনাব মোহাম্মদ কাওছার উদ্দীন, সভাপতি, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি এবং জনাব এস এম ইমদাদুল হক, নির্বাহী সদস্য, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক; জনাব ফজলুল হক, পরিচালক এবং জনাব একেএম আহমেদুল ইসলাম বাবু, পরিচালক। এছাড়াও উপস্থিত ছিলেন বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট সাবকমিটির চেয়ারম্যান জনাব মৃধা মোঃ মাহফুজ-উল-হক চয়ন এবং জনাব ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ (তুষার), ব্যবস্থাপনা সম্পাদক, কম্পিউটার বিচিত্রা অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকে সন্ধ্যে পর্যন্ত। দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে অসংখ্য চাকরিপ্রার্থী মেধাবী শিক্ষার্থীদের ইন্টারভিউ নেয়া হয় এ চাকরি মেলায়। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলঃ ফিফো টেক, টেকনোগ্রাম লিমিটেড, নোবেল আইটি সলিউশান লিমিটেড, এইচ.এম.সি. টেকনোলজি লিমিটেড, হ্যালো ওয়ার্ল্ড এবং এডাব্লিউ কমিউনিকেশান।
উল্লেখ্য, একইদিনে (বৃহস্পতিবার, ১৩ জুলাই) সকাল দশটায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিপিও সামিটের অংশ হিসেবে ‘ফস্টারিং বিপিও ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ স্মার্ট বাংলাদেশ (Fostering BPO Industry to Achieve SMART Bangladesh)’ শীর্ষক পলিসি ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়। এ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম। “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” আয়োজনে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে আছে- আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), এডিএন টেলিকম লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং সিনার্জি সলিউশানস। গোল্ড ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে আছে- ব্যাংক এশিয়া লিমিটেড, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, উইজডম ভ্যালি লিমিটেড এবং সিলভার ক্যাটাগরির স্পন্সর হিসেবে আছে স্কাইটেক সলিউশানস। ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় দেশব্যাপী চলছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” ।
Comments are closed.
এ রকম আরও খবর
অনুষ্ঠিত হলো বিডিসাফ-এর উদ্যোগে দিনব্যাপি সাইবার সিম্পোজিয়াম
দেশের তথ্যপ্রযুক্তিবিদদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরাম
| ক্যারিয়ারতরুণদের জন্য রাইজ এখন এআই–চালিত ডিজিটাল হাব
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ দ্রুতই বাংলাদেশের তরুণ
| ইনোভেশনদেশের শীর্ষ উদ্ভাবকদের স্বীকৃতি দিলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)
“উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা” – প্রতিপাদ্যে ১৮ অক্টোবর, ঢাকার ইন্ডিপেনডেন্ট
| ইনোভেশনসাংবাদিক ও যোগাযোগকর্মীদের ইয়ুথ অ্যাওয়ার্ডস দেবে কমনওয়েলথ, আবেদন আহ্বান
এশিয়া ও অন্যান্য অঞ্চলের তরুণ সাংবাদিক ও যোগাযোগকর্মীদের জন্য বিশেষ
| ক্যারিয়ারশুরু হলো গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড ২০২৫ এর রেজিস্ট্রেশন
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিযোগিতার সঙ্গে
| ইনোভেশনগ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন
বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের বিকাশে পাঁচ দশকেরও বেশি সময়
| উদ্যোক্তাশিশু-কিশোরদের হাতে রকেট, স্বপ্ন ছুঁলো আকাশে — স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজন করলো রকেট অ্যাডভেঞ্চার ডে ২০২৫
শিশু-কিশোরদের হাতে তৈরি রকেট যখন আকাশ ছুঁয়ে উড়লো, তখন গোটা
| ইনোভেশনশুরু হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’
তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান এবং বৈশ্বিক অংশীদারিত্বের এক অনন্য সম্মিলন ঘটলো
| ক্যারিয়ারএ রকম আরও খবর
অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান
| এসোসিয়েশনঅপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে
| টেলিকমইনফিনিক্সের হট ৬০ সিরিজ: স্টাইল ও পারফরম্যান্সে নতুন ‘ভ্যালু ফর মানি’ লাইফস্টাইল ফোন
আধুনিক তরুণ প্রজন্মের কাছে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি
| টেলিকমদেশজুড়ে রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু, ক্রেতাদের ভিড়!
বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো–এর ফার্স্ট সেল আনুষ্ঠানিকভাবে শুরু
| টেলিকমব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডস পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে
ফ্যাশন ও ফিটনেস, শব্দ দুটি এখনকার তরুণদের জন্য খুব বেশিই
| টেলিকমদেশের শীর্ষ উদ্ভাবকদের স্বীকৃতি দিলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)
“উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা” – প্রতিপাদ্যে ১৮ অক্টোবর, ঢাকার ইন্ডিপেনডেন্ট
| ইনোভেশনঅনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে
| টেলিকমপ্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
দেশের শীর্ষ স্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক এর ‘মাই বিএল
| নেটওয়ার্ক