তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (তিতাস গ্যাস) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে তিতাস গ্যাস কোম্পানীর গ্রাহক ফাইলসমূহ ডিজিটাল আরকাইভ করার লক্ষ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। গত ৯ই জুলাই ২০২৩ তারিখে বিসিসি’র পরিচালক (ডাটা সেন্টার) জনাব মোহাম্মদ সাইফুল আলম খান এবং তিতাস গ্যাস কোম্পানীর মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব জনাব মো. লুৎফুল হায়দার মাসুম তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব রণজিৎ কুমার (গ্রেড-১) ও তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্। এছাড়াও, অনুষ্ঠানে তিতাস গ্যাস কোম্পানীর পক্ষ থেকে মহাব্যবস্থাপক মো. ইমাম উদ্দিন শেখ, মহাব্যবস্থাপক (আইসিটি ডিভিশন) জনাব মো. তারিক আনিস খান এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’র পক্ষ থেকে আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, আর্কিটেক্ট (এন্টারপ্রাইজ ও ডাটা সেন্টার) জনাব হাসান উজ জামান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ডিজিটালাইজেশনের দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও সবার সহযোগিতা কামনা করেন।