চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২-এ চারটি শ্রেণীতে পুরস্কৃত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ (Binge)। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সার্বিক সহযোগিতায় চ্যানেল আই-এর আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড।এবারের এই আয়োজনে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মুনতাসীর’। ‘মুনতাসীর’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেতা (পুরুষ) ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক। বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’-এর জন্য শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম পরিচালক ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেন স্বনামধন্য পরিচালক শিহাব শাহীন। এছাড়াও শ্রেষ্ঠ রাইজিং স্টার (নারী) ক্যাটাগরিতে সম্মাননা পান জনপ্রিয় বিঞ্জ অরিজিনাল ওয়েব সিরিজ ‘সদরঘাটের টাইগার’-এর অভিনেত্রী ফারহানা হামিদ।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দেশের স্বনামধন্য ও জনপ্রিয় তারকা, পরিচালক ও প্রযোজকদের পাশাপাশি বিঞ্জ এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি-এর ইভিপি (ভ্যাস অ্যান্ড বিজনেস) আহমেদ আরমান সিদ্দিকী, হাসিবুল হাসান তানিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্পর্কে আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘এই অ্যাওয়ার্ড পেয়ে আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। এই সম্মাননা ভবিষ্যতে আরও মানসম্পন্ন কাজ করতে আমাদের আগ্রহী করে তুলবে। আয়োজকসহ সকল জুরিদের বিঞ্জ-এর পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।' বিঞ্জ, একটি "অল ইন ওয়ান" স্ট্রিমিং পরিষেবা, যার একটি বিস্তৃত এবং বৈচিত্র্যময় অরজিনাল ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, চলচ্চিত্র, নাটক, লাইভ টিভি চ্যানেল, এক্সক্লুসিভ কনটেন্টসহ আরও অনেক কিছু রয়েছে, যা একটি অন্তহীন বিনোদন অভিজ্ঞতা নিশ্চিত করে৷