প্রতিবছর ১৮ অক্টোবর যথাযথ মর্যদায় জাতীয়ভাবে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘ক’ শেণিভুক্ত শেখ রাসেল দিবস উদ্যাপন করা হ্য়। ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার তথা বর্তমান প্রজন্মের শিক্ষার্থী/শিশু-কিশোরদেরকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে এবং শিশু- কিশোরদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান রাখতে শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয়। একই সাথে আগামী দিনে দেশ পরিচালনার যোগ্য নাগরিক হিসেবে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে শিশুরা উন্নত সোনার বাংলাদেশ গড়ার শক্তিতে বলীয়ান হবে।
শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে জাতীয়ভাবে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩। প্রতিযোগিতায় ৮ থেকে ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার তারিখ যথাক্রমে গ্রুপ ক: ০২ অক্টোবর ২০২৩ এবং গ্রুপ খ: ০৩ অক্টোবর ২০২৩ (সময়- সন্ধ্যা ৭টা – রাত ৮টা; ১০ মিনিট)। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নতসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকারের আইসিটি বিভাগসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ যথাক্রমে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। ডিজিটাল বাংলাদেশের সাফল্য ও অর্জন সকল জনগণের নিকট উপস্থাপন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি, আইসিটি শিল্প বিকাশে গবেষণা এবং উদ্ভাবনে উদ্ভুতকরণের লক্ষ্যে প্রতিবছর ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস
আয়োজন করা হয়। স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ উপলক্ষ্যে জাতীয়ভাবে স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩। প্রতিযোগিতায় বাংলাদেশী ৮ বছরের ঊর্ধ্বের সকল শ্রেণির জনগণ অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার তারিখ যথাক্রমে গ্রুপ ক: ২৪ সেপ্টেম্বর ২০২৩, গ্রুপ খ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ এবং গ্রুপ গ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ (সময়- সন্ধ্যা ৭টা – রাত ৮টা; ১০ মিনিট)। নিবন্ধন করার লিংক: https://quiz.smartbangladesh.gov.bd/ এবং https://quiz.sheikhrussel.gov.bd/