আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজ ২০২৩-এর তিনটি ওডিআই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টফি। ক্রিকেটপ্রেমীরা একাধিক আকর্ষনীয় প্যাক সাবস্ক্রাইব করে টফিতে ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন। তিনটি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং স্মার্ট টিভিসহ বিভিন্ন ডিভাইস থেকে দেখা যাবে টফির এই সরাসরি সম্প্রচার। টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, "টফি ক্রমাগত দেশের দর্শকদের ক্রিকেট দেখার অভিজ্ঞতাকে আরও মনোমুগ্ধকর ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি যোগ করছে নানান রকম সুবিধা। আমাদের মানসম্মত লাইভস্ট্রিমিং-এর মাধ্যমে ক্রিকেট ভক্তরা দেশের সকল প্রান্ত থেকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ-এর প্রতিটি মুহূর্ত উপভোগ পারবেন। সরাসরি খেলা সম্প্রচারের পাশাপাশি আমরা টিভি সিরিজ, নাটক, ওয়েব সিরিজ, টিভি চ্যানেল এবং ইউজিসি সুবিধাসহ বিস্তৃত সুবিধা দিচ্ছি। এই সুবিধাগুলি প্রদানের মাধ্যমে আমরা অল-ইনক্লুসিভ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফির কার্যক্রম চালিয়ে যেতে চাই।” অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ।
বাংলাদেশ – নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ দেখুন টফিতে
লেখক: নিজস্ব প্রতিবেদক
134