হোম ক্যারিয়ারইনোভেশন মাদ্রাসা ছাত্রীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে বিডিঅ্যাপস প্রজেক্ট খাদিজা

মাদ্রাসা ছাত্রীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে বিডিঅ্যাপস প্রজেক্ট খাদিজা

বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোর, বিডিঅ্যাপস মাদ্রাসা ছাত্রীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে ;প্রজেক্ট খাদিজা নামে একটি উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগের আওতায় সম্প্রতি রাজশাহী মহিলা ফাজিল মাদ্রাসায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এই কর্মশালায় ৬০ জনেরও বেশি মাদ্রাসা শিক্ষার্থী বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট এবং এর মাধ্যমে অর্থ উপার্জনের প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা শেখার সুযোগ পেয়েছে। প্রশিক্ষণের পর মাদ্রাসা শিক্ষার্থী বিডিঅ্যাপস প্ল্যাটফর্মে লাইট অ্যাপস তৈরি ও এর মাধ্যমে আয় করতে পারছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জন প্রথম মাসে গড়ে ৫ হাজার টাকা আয় করেছেন, সম্মিলিতভাবে আয়ের পরিমাণ এক লাখ টাকা। রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার, শিহাব আহমাদ বলেন, ‍প্ল্যাটফর্ম হিসেবে বিডিঅ্যাপস বৈচিত্র্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে “প্রজেক্ট খাদিজা” সারা দেশে মেয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল দক্ষতা শেখার সুযোগ করে দেবে। আমরা বিশ্বাস করি, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণের সুযোগ রয়েছে, বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ তৈরির কাজটি আমরা করে যাচ্ছি।কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী জান্নাতুল নাঈম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে আমরা প্রায়ই এ ধরনের সুযোগ পাই না। রবি এবং বিডিঅ্যাপস আমাদের জন্য এই উদ্যোগ নিয়ে আসায় আমরা কৃতজ্ঞ। বিডিঅ্যাপসের মাধ্যমে আমি আমার পরিবারে অবদান রাখতে চাই।‘ মাদ্রাসার ছাত্রীদের ডিজিটাল দক্ষতায় বৈষম্য দূর করতে “প্রজেক্ট খাদিজা” চালু করা হয়েছে। বর্তমানে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত মাদ্রাসার ছাত্রীদের বিডিঅ্যাপসের মাধ্যমে কোডিং, গ্রাফিক্স ডিজাইনিং, স্পোকেন ইংলিশের মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের ৩ মাস ধরে

পর্যবেক্ষণ করার পাশাপাশি অর্জিত জ্ঞানের সঠিক ব্যবহারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। রবি সম্পর্কে: রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।

Related Articles