উত্তর বঙ্গের স্টার্টআপগুলো সফল করে তুলতে পারলে ভবিষ্যৎ-এ এই অঞ্চল হতে পারে বাংলাদেশের সিলিকন ভ্যালী। নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিটের সমাপনীতে এ প্রত্যাশার কথাই উঠে আসে অতিথিদের বক্তব্যে। রাজশাহী বিভাগের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের সংগঠন স্টার্টআপ রাজশাহীর উদ্যোগে দুই দিনের নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিটের সমাপনী আয়োজিত হয় ২৯ সেপ্টেম্বর, শুক্রবার। উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি, বিনিয়োগকারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াসহ স্টার্টআপ সংস্কৃতির বিকাশে উত্তরবঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এই আয়োজন। উক্ত সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক (ইনচার্জ) ড. মো: মিজানুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিংকু বলেন, এই স্টার্টআপগুলোকে সফল করে তুলতে পারলে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা পূরণ হবে। এই স্টার্টআপগুলোই এই অঞ্চল তথা দেশের অর্থনীতিকে নেতৃত্ব দেবে। আইডিয়া প্রকল্প পরিচালক বলেন, এই অঞ্চল থেকে ভবিষ্যতে দেশের বড় বড় স্টার্টআপ উঠে আসবে। তিনি বলেন যে বাংলাদেশের বাজার অনেক বড়। আর এই শিক্ষা নগরীতে রয়েছে অসংখ্য উদ্যমী ও মেধাবী তরুণ। তিনি আরো বলেন যে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করার জন্য অনেক সুযোগ রয়েছে সকলের। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্টার্টআপ রাজশাহীর উপদেষ্টা ও এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ আব্দুল্লাহ শাওন। আইডিয়া প্রকল্পের মানব সম্পদ বিষয়ক পরামর্শক মো: নাজিম উদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট এর ইভেন্ট পরিচালক ও স্টার্টআপ রাজশাহীর সাধারণ সম্পাদক মাহির আসেফ এবং আরো অনেকে। সমাপনী দিনে রাজশাহীতে কর্মসংস্থান ও তরুণদের কর্ম সক্ষমতা তৈরির জন্য কাজ করার জন্য ফ্লিট বাংলাদেশ, রিয়াল স্টার প্রোপার্টিজ, এমডি এইনফোটেক, ভিভা সফট ও রিয়াল স্টার সোসাইটিকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, এক্সপোতে দর্শনার্থীদের সাথে ইনগেজমেন্টের ভিত্তিতে স্টার্টআপগুলোর মধ্যে সহ-আয়োজন সহযোগীদের পুরস্কৃত করা হয়। এ আয়োজনের এক্সপোতে উত্তরবঙ্গে গড়ে ওঠা অথবা কার্যক্রম চালানো প্রায় ২৫ টি স্টার্টআপ অংশগ্রহণ করে এবং দর্শনার্থীদের জন্য ভি আর (VR) গেম, ড্রোন ও রোবট শোকেস, ইলেকট্রিক রেস কার-সহ চমকপ্রদ সকল প্রযুক্তির প্রদর্শন করে। পুরো আয়োজনে ৪ টি বিশেষ অধিবেশন, ৭ টি এক্সাপার্ট সেশন, তরুণদের জন্য স্টার্টআপ আইডিয়া প্রতিযোগিতা ও স্টার্টআপ এক্সপো মিলিয়ে ২০০০ এর অধিক দর্শনার্থী অংশগ্রহণ করেন। এর আগে, স্টার্টআপ ইকোসিস্টেমের বিকেন্দ্রীকরণ ও দেশের প্রথম স্মার্ট সিটি রাজশাহীকে ব্র্যান্ডিং করার প্রতিপাদ্যে রাজশাহীর বঙ্গবন্ধু হাই টেক পার্ক এর অন্তর্গত শেখ কামাল আইটি
ট্রেইনিং ও ইনকিউবেশন সেন্টারে বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সকালে আয়োজনটির শুভ উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
উল্লেখ্য, স্টার্টআপ রাজশাহীর উদ্যোগে ২৮-২৯ সেপ্টেম্বর নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট ২০২৩ অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) এর সহযোগিতায় রাজশাহীর বঙ্গবন্ধু হাই টেক পার্ক এর অন্তর্গত শেখ কামাল আইটি ট্রেইনিং ও ইনকিউবেশন সেন্টারে বসে এবারের আসর। আইডিয়া প্রকল্প ছাড়াও উক্ত সামিট আয়োজনে সহযোগিতায় ছিল বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
Comments are closed.
এ রকম আরও খবর
অনুষ্ঠিত হলো বিডিসাফ-এর উদ্যোগে দিনব্যাপি সাইবার সিম্পোজিয়াম
দেশের তথ্যপ্রযুক্তিবিদদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরাম
| ক্যারিয়ারতরুণদের জন্য রাইজ এখন এআই–চালিত ডিজিটাল হাব
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ দ্রুতই বাংলাদেশের তরুণ
| ইনোভেশনদেশের শীর্ষ উদ্ভাবকদের স্বীকৃতি দিলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)
“উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা” – প্রতিপাদ্যে ১৮ অক্টোবর, ঢাকার ইন্ডিপেনডেন্ট
| ইনোভেশনসাংবাদিক ও যোগাযোগকর্মীদের ইয়ুথ অ্যাওয়ার্ডস দেবে কমনওয়েলথ, আবেদন আহ্বান
এশিয়া ও অন্যান্য অঞ্চলের তরুণ সাংবাদিক ও যোগাযোগকর্মীদের জন্য বিশেষ
| ক্যারিয়ারশুরু হলো গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড ২০২৫ এর রেজিস্ট্রেশন
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিযোগিতার সঙ্গে
| ইনোভেশনগ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন
বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের বিকাশে পাঁচ দশকেরও বেশি সময়
| উদ্যোক্তাশিশু-কিশোরদের হাতে রকেট, স্বপ্ন ছুঁলো আকাশে — স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজন করলো রকেট অ্যাডভেঞ্চার ডে ২০২৫
শিশু-কিশোরদের হাতে তৈরি রকেট যখন আকাশ ছুঁয়ে উড়লো, তখন গোটা
| ইনোভেশনশুরু হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’
তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান এবং বৈশ্বিক অংশীদারিত্বের এক অনন্য সম্মিলন ঘটলো
| ক্যারিয়ারএ রকম আরও খবর
অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান
| এসোসিয়েশনঅপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে
| টেলিকমইনফিনিক্সের হট ৬০ সিরিজ: স্টাইল ও পারফরম্যান্সে নতুন ‘ভ্যালু ফর মানি’ লাইফস্টাইল ফোন
আধুনিক তরুণ প্রজন্মের কাছে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি
| টেলিকমদেশজুড়ে রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু, ক্রেতাদের ভিড়!
বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো–এর ফার্স্ট সেল আনুষ্ঠানিকভাবে শুরু
| টেলিকমব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডস পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে
ফ্যাশন ও ফিটনেস, শব্দ দুটি এখনকার তরুণদের জন্য খুব বেশিই
| টেলিকমঅনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে
| টেলিকমপ্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
দেশের শীর্ষ স্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক এর ‘মাই বিএল
| নেটওয়ার্কদুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো
বাংলাদেশের বিপিও শিল্পের কেন্দ্রীয় ও একমাত্র বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন
| এসোসিয়েশন