বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ সম্প্রতি ফেনী জেলার ৬টি এলাকায় তাদের সেবা শুরু করেছে। এছাড়াও দক্ষিণখান, কেরানীগঞ্জ, চাঁদপুর এবং কক্সবাজারে ব্যবসায় শুরু করতে যাচ্ছে। প্রিয়শপ একটি বি-টু-বি মার্কেটপ্লেস যারা মূলত সাপ্লাইয়ার এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের (মুদি দোকানদার, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের) মধ্যে যোগসূত্র স্থাপন করে। প্রিয়শপ ইতোমধ্যে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে তাদের অপারেশন পরিচালনা করে আসছে এবং দেশের সর্বস্তরে ব্যবসায় সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। প্রিয়শপের কর্ণধার আশিকুল আলম খাঁন বলেন, প্রিয়শপ বর্তমানে দেশের ৩৭,০০০ রিটেইলারদের জন্য ১৭০টিরও অধিক জনপ্রিয় ব্র্যান্ডের সাথে কাজ করছে এবং ৩,৫০০ এর অধিক পণ্যের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে।তিনি প্রিয়শপের মাধ্যমে দেশের ৬৫,০০০ গ্রামের প্রতিটি উদ্যোক্তার কাছে সেবাসমূহ পৌঁছে দিতে কাজ করছেন যাতে করে দেশের সকল মুদি দোকানদার প্রযুক্তির ব্যবহার করে তাদের সকল প্রতিবন্ধকতা দূর করতে পারে।