গার্মেন্ট মেশিনারি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে চারদিনব্যাপী তৈরি পোশাক শিল্প পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী “GTB 2024”। GAPExpo- এর সহযোগিতায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতকে আরো প্রযুক্তিনির্ভর করতে প্রদর্শনীটিতে তুলে ধরা হবে গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য। রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১১ জানুয়ারি বুধবার থেকে এই প্রদর্শনী শুরু হবে। শেষ হবে ১৪ জানুয়ারি। দেশের আরএমজি খাতের সোর্সিং চাহিদা পূরণে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে একই ছাদের নিচে অনুষ্ঠিত হতে যাচ্ছে গার্মেন্টস টেকনোলজি শো বাংলাদেশ (GTB 2024) – এর ২১তম এবং GAPExpo 2024 এর ১৩তম সংস্করণ । ১০ জানুয়ারি বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদশর্নী সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) অ্যাডমিনিস্ট্রেটর মো. মশিউর রহমান, বিজিএপিএমইএ- এর সচিব রুহিদাস জোদ্দার ও অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম এবং আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া, পরিচালক সেলিম বাশা প্রমুখ। আটটি হল জুড়ে চার দিন চারদিনব্যাপী প্রদর্শনীটিতে অংশগ্রহণ করছে ২০টিরও বেশি দেশের ৩০০ প্রদর্শক। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম বাণিজ্য প্রদর্শনীর মধ্যে এটি অন্যতম। এতে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি সুযোগ থাকছে বিশ্বের স্বনামধন্য বিশেষজ্ঞদের সাথে কথা বলার।
গত ২০ বছর ধরে GTB তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রযুক্তিগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসছে। এই প্রদর্শনীগুলোয় আরএমজি সেক্টরের কাটিং, সেলাই, ফিনিশিং, এমব্রয়ডারি মেশিনারিসহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য এক সাথে দেখার সুযোগ পাওয়া যায়। এবারের প্রদর্শনীতেও দেশ-বিদেশের আধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করা হবে। আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া জানান, তৈরি পোশাক সরবরাহকারী হিসেবে বিশ্ববাজারে অন্যতম শীর্ষ অবস্থান সুসংহত করেছে বাংলাদেশ। এই অবস্থানকে সুসংহত করতে এবং বৈশ্বিক বাজারের চাহিদা মেটাতে আরএমজি খাত আধুনিকীকরণের একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে GTB 2024। তিনি বলেন, “চাহিদার ওঠানামা, ক্রমবর্ধমান প্রতিযোগিতা, মুদ্রার বিনিময় হারে অস্থিতিশীলতাসহ আরো বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে আরএমজি খাত। এ থেকে উত্তরণের জন্য আরো মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে, যাতে পণ্যে বৈচিত্র্য আনা যায় এবং রপ্তানির নতুন বাজারে প্রবেশের সুযোগ উন্মোচিত হয়। গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ ২০২৪ (GTB 2024)-এর প্রদর্শনীতে এই খাতের আধুনিকীকরণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তিগুলো দেখানো হবে।“
“GAPEXPO 2024”- হলো বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং প্রদর্শনী। এতে তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামাল প্রদর্শন করা হবে। বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGAPMEA) দেশের প্রায় ১৮০০’র বেশি গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং ফামের্র প্রতিনিধিত্ব করে। গার্মেন্টসের আনুষঙ্গিক পণ্য এবং প্যাকেজিং আরএমজি খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে কাজ করছে। এই খাতের সঙ্গেযুক্ত রয়েছে ৫ লাখের বেশি মানুষ।
বাংলাদেশ একটি বিশ্বস্ত সোর্সিং হাব গত এক দশকে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির রূপান্তরে তৈরি পোশাক শিল্প (আরএমজি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। দেশের রপ্তানি আয়ের ৮১ দশমিক ১৬ শতাংশ বেশি আসছে এই খাত থেকে। বৈশ্বিক মান নিশ্চিতের পাশাপাশি প্রতিযোগিতা সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে ২০২১ সালে আরএমজি রপ্তানির পরিমাণ ৩৫ দশমিক ৮১ বিলিয়ন ডলারে পৌঁছে। এ পথ পরিক্রমায় বাংলাদেশে স্থাপন করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সবুজ কারখানা। এসব কারখানায় ব্যাবহার হচ্ছে পরিবেশ-বান্ধব প্রযুক্তি যা পানি, বিদ্যুতের ব্যাবহার কমানো পাশাপাশি দূষণ হ্রাস করে। আরো শক্তিশালী প্রবৃদ্ধির পথে ম্যাকেঞ্জির ২০২১ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত এক দশকে বাংলাদেশের আরএমজি সেক্টর প্রবৃদ্ধির নানা চ্যালেঞ্জ মোকাবেলায় অকল্পনীয় অগ্রগতি অর্জন করেছে- বিশেষ করে গ্রাহক ও পণ্যে বৈচিত্র্য আনয়ণ, সরবরাহকারী ও জনবলের কর্মদক্ষতা উন্নয়ন এবং কমপ্লায়েন্স এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণের ক্ষেত্রে। বিভিন্ন ঋতুর সাথে মিল রেখে সকল বয়সের মানুষের চাহিদা পূরণে বিশ্বের ১৫০টির বেশি দেশে মেইড ইন বাংলাদেশ ট্যাগ সহ তৈরি পোশাক রপ্তানি করছে বাংলাদেশ।
পোশাক তৈরিতে ৩৫ বছরের বেশি অভিজ্ঞতা, এবং ৪ হাজারের বেশি কারখানা নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল ফ্যাশন ব্র্যান্ডগুলোকে তৈরি পোশাক সরবরাহ করছে। এই সকল কারখানা আন্তর্জাতিক নিরাপত্তা এবং কমপ্লায়েন্স বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি তাদের মূল্যায়ন করছে BSCI, WRAP, SMETA, ICS, Higg index, GTW, RTM, Join Life, ZDHC, Blue Sign, ISO, OCS, GOTS, Oekotex মত প্রতিষ্ঠান।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন,” আমরা উদ্ভাবন, আধুনিকীকরণ, বৈচিত্র্যকরণ, প্রযুক্তির উন্নয়ন, এবং আমাদের কর্মশক্তিকে উন্নত এবং পুনঃ-দক্ষ করার মাধ্যমে আমাদের ব্যবসাকে শ্রম নির্ভর থেকে মূল্য সংযোজনে পুনর্নির্মাণের দিকে মনোনিবেশ করছি। বিশ্বব্যাপী ৭ শতাংশের কম মার্কেট শেয়ার এখন আমাদের দখলে রয়েছে, যার ফলে আগামী দিনে রয়েছে আমাদের অপার সম্ভাবনা।“
Comments are closed.
এ রকম আরও খবর
দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার
বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারাদেশের ক্রেতাদের
| আইসিটি ইক্সপো কোন মন্তব্য নাইনিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো
দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়তে ঢাকায় শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’। এই আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও নিরাপত্তা-সুরক্ষা প্রযুক্তির আদান-প্রদানের দারুণ এক সুযোগ তৈরি হবে। আগামী ১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)
| আইসিটি ইক্সপোরাজধানীতে শুরু হলো চার দিনব্যাপী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রদর্শনী
তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস এক্সেসরিজ ও
| এক্সিবিউশনওয়ালটনের বিভাগীয় আইটি মেলার উদ্বোধন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন,
| আইসিটি ইক্সপো‘সেমস-গ্লোবাল ইউএসএ’ এবং ‘সিসিপিআইটি টেক্স চায়না’ এর আয়োজনে ‘২১তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ শুরু
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল
| এক্সিবিউশনচট্টগ্রাম হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের সিলিকন সিটি : প্রতিমন্ত্রী পলক
১৭ ফেব্রুয়ারি ২০২৪খ্রি চট্টগ্রামে “৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার ২০২৪“-এর উদ্বোধনী
| আইসিটি ইক্সপোশুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩
সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরা
| আইডিবি ভবনওয়ালটনের আয়োজনে রাজধানীতে এটিএস এক্সপো
ওয়ালটন দেশে প্রথমবারের মতো রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১
| আইসিটি ইক্সপোএ রকম আরও খবর
অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান
| এসোসিয়েশনঅপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে
| টেলিকমদেশজুড়ে রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু, ক্রেতাদের ভিড়!
বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো–এর ফার্স্ট সেল আনুষ্ঠানিকভাবে শুরু
| টেলিকমইনফিনিক্সের হট ৬০ সিরিজ: স্টাইল ও পারফরম্যান্সে নতুন ‘ভ্যালু ফর মানি’ লাইফস্টাইল ফোন
আধুনিক তরুণ প্রজন্মের কাছে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি
| টেলিকমব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডস পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে
ফ্যাশন ও ফিটনেস, শব্দ দুটি এখনকার তরুণদের জন্য খুব বেশিই
| টেলিকমঅনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে
| টেলিকমপ্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
দেশের শীর্ষ স্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক এর ‘মাই বিএল
| নেটওয়ার্কদুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো
বাংলাদেশের বিপিও শিল্পের কেন্দ্রীয় ও একমাত্র বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন
| এসোসিয়েশন