হোম প্রযুক্তি খবর MSI এর 14th Gen সিরিজ ল্যাপটপ এর যাত্রা শুরু

MSI এর 14th Gen সিরিজ ল্যাপটপ এর যাত্রা শুরু

উচ্চক্ষমতা ও আধুনিক AI ফিচার সম্বলিত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড MSI এর 14Th Gen সিরিজ ল্যাপটপ আজ থেকে আনুষ্ঠানিক ভাবে বাজারজাত শুরু করলো ইউসিসি। আজ থেকে দেশের গ্রাহকেরা MSI এর এই উচ্চ ক্ষমতা সম্পন্ন 14 Th Gen সিরিজের ল্যাপটপগুলো ইউসিসি এবং ইউসিসির নির্ধারিত বিভিন্ন ডিলারশপ থেকে ক্রয় করতে পারবেন।

MSI 14th GEN এর যে মডেলগুলি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে সেগুলো হলো: Raider GE78 HX, Vector 16 HX, Cyborg 15 AI A1VFK এবং Cyborg 15 AI A1VEK. উল্লেখ্য, MSI এর নতুন 14 Th Gen ল্যাপটপগুলো Intel Core Ultra এবং Core I9 প্রসেসর দিয়ে নির্মিত, যেগুলো বিশেষভাবে AI সম্পর্কিত কাজের জন্য ডিজাইন করা। এতে রয়েছে ডেডিকেটেড NPU (নিউরাল প্রসেসিং ইউনিট) যা মেশিন লার্নিং এলগোরিদম কে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে সাহায্য করে। এছাড়াও আছে ইন্টেল পাওয়ার ইফিশিয়েন্সি কোর যার কাজ সিপিউ এর কার্যক্ষমতা বাড়ানো এবং পারফর্মেন্স পার ওয়াট বৃদ্ধি করা। এর Intel 4nm প্রসেস নোড টেকনোলজি কোরগুলোর ব্যাটারির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ও ইন্টেল কোর আল্ট্রা এর Arc XeSS প্রতি ওয়াটে দ্বিগুণ গ্রাফিক্যাল পারফরম্যান্স প্রদান করে।

এছাড়াও ল্যাপটপ গুলোতে রয়েছে RTX 40 সিরিজ ল্যাপটপ জিপিউ, Intel® ABT and TVB টেকনোলজি, MSI ওভারবুস্ট আল্ট্রা টেকনোলজি, DDR5 র‍্যাম, PCIe Gen5 SSD, Per-Key RGB Gaming Keyboard by SteelSeries, Cooler Boost 5 কুলিং, হাই-রেজুলেশন অডিও এর মত আকর্ষনীয় সব ফিচার। পণ্যগুলো বর্তমানে UCC ও UCC এর নির্ধারিত সকল ডিলারশপে পাওয়া যাবে। পণ্য গুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ucc.com.bd অথবা ফোন করুনঃ 01847-090662, 01844-058737

Related Articles