95
বাংলাদেশের সবচাইতে বেশী বিক্রিত হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইল ১৩ কোটি তম গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছে। বরিশালের মাধবপাশা গ্রামের মোঃ জাহিদ বরিশাল শহরে অবস্থিত হ্যালো নেক্সট নামক মোবাইল ফোনের দোকান থেকে Symphony Z60 Plus ফোন টি ক্রয় করার মাধ্যমে সিম্ফনি মোবাইলের ১৩ কোটি তম গ্রাহক হয়ে যান। এই উপলক্ষ্যে সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ নিজেই বরিশালের মাধবপাশা গ্রামে গিয়ে ১৩ কোটি তম গ্রাহক মোঃ জাহিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় পিংক ক্রিয়েটিভ এর ম্যানেজিং ডিরেক্টর চিত্র নায়ক রিয়াজ এবং সিম্ফনি মোবাইলের হেড অফ সেলস এন্ড মার্কেটিং আবু সায়েম এর সাথে বরিশালের সম্মানিত ডিলার ও হ্যালো নেক্সট দোকানের সত্ত্বাধিকার এর সাথে সিম্ফনি মোবাইলের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।