18
বন্যাকবলিত এলাকায় গ্রাহকদের জরুরি যোগাযোগ রক্ষায় বিনামূল্যে ২০ মিনিট টক-টাইম ও ২৫০ মেগাবাইট ইন্টারনেট প্রদান করছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
রবি’র গ্রাহকরা *২১২*১# কোড ডায়াল করে বিনামূল্যে টক টাইম ও ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারবেন; যার মেয়াদ হবে ৩ দিন। অফারটি প্রযোজ্য কিনা জানতে *৮৮৮# কোডটি ডায়াল করতে হবে। এ প্রসঙ্গে রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, সংকটপূর্ণ যেকোনো মুহুর্তে রবি সবসময় গ্রাহকদের পাশে থাকে। বিনামূল্যে টক-টাইম ও ইন্টারনেটের বিশেষ অফারটি দুর্যোগের এ সময়ে স্বজনদের সাথে যোগাযোগ রক্ষায় কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস। দুর্গত এলাকায় নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করতে আমাদের টিম নিরলস পরিশ্রম করে যাচ্ছে।