জনপ্রিয় কোম্পানি লেক্সার সম্প্রতি দেশের বাজারে নিয়ে এলো নতুন মডেলের মেমোরি কার্ড এবং ম্যাগনেটিক এসএসডি। লেক্সার এসএল৫০০ ম্যাগনেটিকঃ এই প্রথম ম্যাগনেটিক সুবিধা নিয়ে পোর্টেবল এসএসডি দিচ্ছে লেক্সার। অভিনব এই ফিচার এর ফলে যেকোনো ধাতব পৃষ্ঠে এটা সহজেই আটকে রাখা যায়। ইন্টারফেস হিসেবে আছে ইউএসবি ৩.২ জেন ২ টাইপ সি যার রিড ২০০০ এমবিপিএস আর রাইট ১৮০০এমবিপিএস। ডিভাইসটি পিসি, অ্যান্ড্রয়েড, আইফোন, গেমিং কনসোল, ক্যামেরা ইত্যাদি ডিভাইস কম্পাটিবল। পাওয়া যাবে ১ টিবি ভেরিয়েন্ট এ।
লেক্সার এনকিউ৭৯০ঃ হাই স্পিড পিসিআই জেন ৪ এনভিএমই ১.৪ টেকনোলজি নিয়ে এসেছে লেক্সার এনকিউ৭৯০ ৫০০জিবি এসএসডি। রিড ৬৪০০ এমবিপিএস আর রাইট ২৯০০এমবিপিএস যা দিয়ে মাল্টিটাস্ক এবং হেভি ওয়ার্কলোড করা যাবে সুপার স্মুথ স্পিডে সাথে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা।
লেক্সার ই-সিরিজ মাইক্রো এসডি কার্ডঃ স্মার্টফোন, ট্যাবলেট এবং অ্যাকশন ক্যামেরা এর জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এই মেমোরি কার্ড। এটার ৬৪ জিবি ও ১২৮ জিবি ভেরিয়েন্ট পাওয়া যাবে মার্কেটে যার রিড স্পিড ১০০এমবিপিএস। ক্লাস১০ ইউ৩ এ১ সমর্থিত এই মাইক্রো এসডি কার্ডে রয়েছে লাইফটাইম ওয়ারেন্টি সুবিধা।
লেক্সার ব্র্যান্ডের এই প্রোডাক্ট গুলি বাংলাদেশের বাজারে আথোরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি যা পাওয়া যাবে