হোম বিবিধএসোসিয়েশন বিপিও শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপিও শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আউটসোর্সিং ও বিপিও শিল্পের উন্নয়নে  ৫ নভেম্বর  রাজধানীর একটি  হোটেলে  মতবিনিময় সভা হয়। সভাপতি তানভীর ইব্রাহীম ও সাধারণ সম্পাদক ফয়সল আলিমের নেতৃত্বে বাক্কোর কার্যনির্বাহী কমিটি সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে দেশের আউটসোর্সিং তথা বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “  সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শক্তিশালী অর্থনীতি প্রয়োজন। গার্মেন্টস শিল্পের পর, আউটসোর্সিং সেবাখাত আমাদের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে এই খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, গবেষণায় অর্থায়ন এবং প্রযুক্তি পার্কের উন্নয়ন এই শিল্পের বিকাশের জন্য অত্যন্ত জরুরি। এছাড়া, দেশের ভাবমূর্তি উন্নয়নে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আইন প্রণয়ন প্রয়োজন।” তিনি আরও জানান, ফ্রিল্যান্সারদের উন্নয়নে বাক্কোর ভূমিকা প্রশংসনীয় এবং তাদের প্রতিবন্ধকতা দূর করা গেলে দেশের অর্থনীতিতে তারা আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পার

বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, “বিপিও শিল্প বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাত ইতোমধ্যে বছরে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব অর্জন করছে এবং ৮০,০০০ এর বেশি জনবল এখানে কর্মরত, যার মধ্যে ৪০ শতাংশ নারী। তিনি আউটসোর্সিং শিল্পের উন্নয়নের জন্য কর অব্যাহতির মেয়াদ বৃদ্ধি, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা, রপ্তানি প্রণোদনা বৃদ্ধির দাবি জানান। এছাড়া ঢাকার ভেতরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা প্রযুক্তি পার্কের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।”

বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “বাক্কো নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের আইটি-আইটিইএস খাতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফ্রিল্যান্সারদের মুক্তপেশাজীবী থেকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দেবে বাক্কো। ফ্রিল্যান্সারদের জন্য বাক্কো সদস্যপদ প্রদানের ব্যবস্থা করতে গঠনতন্ত্রে পরিবর্তন আনা হচ্ছে।” এছাড়া তিনি আহতদের জন্য দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণের কথাও জানান।

সভায় বাক্কোর জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, এবং পরিচালক আব্দুল কাদের, জায়েদ উদ্দীন আহমেদ, মেহেদী হাসান জুলফিকার ও সায়মা শওকত উপস্থিত ছিলেন।

Related Articles