প্রিন্টার জগতে খুবই বিশ্বস্ত ব্র্যান্ড ব্রাদার এবার এবার দেশের বাজারে নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে জেনুইন টোনার। নিয়মিত যাদের প্রিন্ট করা দরকার হয় তাদের জন্য বাজারে সাশ্রয়ী মূল্যর কোন টোনার নেই যার ফলে একজন ক্রেতা খরচ কমাতে চাইনিজ নিম্নমানের টোনার ব্যবহার করে থাকে। সেই সমস্যার সমাধান দিতে দেশের বাজারে ব্রাদার টোনার।
প্রতি পৃষ্ঠায় মাত্র ৫০ পয়সা খরচ সহ সর্বোচ্চ ২,৬০০ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে এই টোনার গুলো। ৩৪ পৃষ্ঠা প্রতি মিনিটে নিমশেই প্রিন্ট করার পাশাপাশি ডুপ্লেক্স প্রিন্ট সাপোর্ট করে। ইউএসবি এবং ওয়্যারলেস উভয় কানেক্টিভিটিতেই এটা ব্যবহার করা যায়। সিঙ্গেল ফাংশন ও মাল্টিফাংশন এই দুই ধরনের প্রিন্টারের জন্য টোনার গুলো পাওয়া যাবে। মডেল গুলো হচ্ছেঃ HL-B2150W, DCP-B7640DW, MFC-B7810DW, HL-B2100D, HL-B2180DW, DCP-B7620DW
ব্রাদার ব্র্যান্ড এর এই টোনার গুলো বাংলাদেশে আথোরাইজড ডিসট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি। প্রোডাক্ট গুলি পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট , সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।