হোম প্রযুক্তি খবরকম্পিউটার এই প্রথম কন্টেন্ট ক্রিয়েটর ও গেমারদের জন্য জেন ৫ এসএসডি দেশের বাজারে

এই প্রথম কন্টেন্ট ক্রিয়েটর ও গেমারদের জন্য জেন ৫ এসএসডি দেশের বাজারে

বাংলাদেশের বাজারে এই প্রথম জনপ্রিয় মেমোরি কোম্পানি লেক্সার জেন ৫ এসএসডি নিয়ে এসেছে যাতে রয়েছে বিল্ট-ইন হিট সিঙ্ক। ১১,৫০০ মেগাবাইট/সেকেন্ড রিড স্পিড এবং ৯,০০০ মেগাবাইট/সেকেন্ড রাইট স্পিড এবং সাথে সর্বোচ্চ কুলিং দেওয়ার জন্য ডিজাইন করা এই এসএসডি।

লেক্সার এনএম১০৯০ মডেলের এই এসএসডি বাংলাদেশে ১টিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। লেক্সার বলছে তার এই জেন ৫ এসএসডি আগের ফ্লাগশিপ মডেল থেকেও দ্বিগুণ পারফর্ম করবে। তাপমাত্রা কমিয়ে রাখতে এবং স্টাইলিশ দেখতে এতে ব্যবহার করা হয়েছে একটি ইউনিক হিটসিঙ্ক যাতে আছে হিট ব্লাস্টিং ফ্যান ও আরজিবি লাইট।     ডির‍্যাম বেসড এই এসএসডি তে এসএলসি ডাইনামিক ক্যাশ ফিচারস আছে যা এটার পারফরমান্স বুস্ট করে এবং লেটেন্সি কমিয়ে আনে। এসএসডি টি মাইক্রোসফট ডিরেক্ট স্টোরেজ সাপোর্ট করে যা গেম লোডিং এবং ভারী কাজ করার সময় এর গতি অনেক বাড়িয়ে দেয়।

১৩ ও ১৪ জেন ইন্টেল এবং ৭০০০ সিরিজ এএমডি প্রসেসর সহ সকল মডার্ন কম্পিউটারে লেক্সারের এই জেন ৫ এসএসডি সমর্থন করবে। এনএম১০৯০ এসএসডির ড্রাইভ হেল্‌থ মনিটর করার জন্য রয়েছে  লেক্সার ডিস্কমাস্টার সফটওয়্যার যা এটাকে লং টাইম পারফর্ম করার জন্য অপটিমাইজেশন সহ কঠোর ডেটা নিরাপত্তা দিতে সক্ষম। লেক্সার প্রফেশনাল এনএম১০৯০ জেন ৫ ১টিবি এসএসডি পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

 

Related Articles