ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও ঢাকা ব্যাংক পিএলসি’র মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ইউসিবিডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি হয়। এর ফলে ইউসিবিডি থেকে স্নাতক করা শিক্ষার্থীরা ঢাকা ব্যাংক পিএলসি-তে ইন্টার্নশিপ করার এবং ক্যারিয়ার সূচনার সুযোগ পাবে, যা তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ক্যারিয়ারের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি, এর মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ করা ও স্টুডেন্ট ফাইল সংক্রান্ত সেবা গ্রহণের প্রক্রিয়াও সহজ হবে।
যোগ্য শিক্ষার্থীরা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নলেজ শেয়ারিং সেশন, বিশেষজ্ঞ বক্তৃতা, ক্যারিয়ার নিয়ে পরামর্শ ও মেন্টরশিপ সহ বিশেষ প্রশিক্ষণ লাভের মাধ্যমে উপকৃত হবেন। পাশাপাশি, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য রেমিটেন্স সেবা গ্রহণ স্বাচ্ছন্দ্যদায়ক হবে। এর ফলে, তারা শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে কোনো জটিলতা ছাড়াই আর্থিক সুবিধা উপভোগ করেন। ইউসিবিডি ও ঢাকা ব্যাংকের এ অংশীদারিত্ব শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষা ও শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে; পাশাপাশি, তাদের আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে ভবিষ্যতে পেশাগত জীবনে সফল হতে সহায়তা করবে।
ঢাকা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পক্ষে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিং সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মানস সিং বলেন, “আমরা শুধুমাত্র বিশ্বমানের শিক্ষা প্রদানের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ নই, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অর্থবহ ক্যারিয়ার গঠনের সুযোগ নিশ্চিত করতেও বদ্ধপরিকর। ঢাকা ব্যাংক পিএলসি’র সাথে আমাদের অংশীদারিত্ব শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে দূরত্ব কমিয়ে কার্যকর সংযোগ তৈরি করবে। আমাদের এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে এগিয়ে যেতে ও উৎকর্ষ অর্জনে ভূমিকা রাখবে বলেই আমরা আশাবাদী।”
ঢাকা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, “আমরা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ও তাদের সহায়তাদানে বিশ্বাস করি। এ চুক্তির মাধ্যমে আমরা স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে একযোগে কাজ করব, যেন তারা তাদের পেশাগত ক্ষেত্র, বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাতে সফলতা অর্জন করতে পারে।” বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা অর্জনে প্রথম ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ। ইউসিবিডি’র মাধ্যমে শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লন্ডন (এলএসই) ও ইউসিল্যানের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ব্যাচেলর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পায়। পাশাপাশি, ইউসিবিডি শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও সহায়তা প্রদান করে।
Comments are closed.
এ রকম আরও খবর
অনুষ্ঠিত হলো বিডিসাফ-এর উদ্যোগে দিনব্যাপি সাইবার সিম্পোজিয়াম
দেশের তথ্যপ্রযুক্তিবিদদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরাম
| ক্যারিয়ারতরুণদের জন্য রাইজ এখন এআই–চালিত ডিজিটাল হাব
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ দ্রুতই বাংলাদেশের তরুণ
| ইনোভেশনদেশের শীর্ষ উদ্ভাবকদের স্বীকৃতি দিলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)
“উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা” – প্রতিপাদ্যে ১৮ অক্টোবর, ঢাকার ইন্ডিপেনডেন্ট
| ইনোভেশনসাংবাদিক ও যোগাযোগকর্মীদের ইয়ুথ অ্যাওয়ার্ডস দেবে কমনওয়েলথ, আবেদন আহ্বান
এশিয়া ও অন্যান্য অঞ্চলের তরুণ সাংবাদিক ও যোগাযোগকর্মীদের জন্য বিশেষ
| ক্যারিয়ারশুরু হলো গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড ২০২৫ এর রেজিস্ট্রেশন
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিযোগিতার সঙ্গে
| ইনোভেশনগ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন
বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের বিকাশে পাঁচ দশকেরও বেশি সময়
| উদ্যোক্তাশিশু-কিশোরদের হাতে রকেট, স্বপ্ন ছুঁলো আকাশে — স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজন করলো রকেট অ্যাডভেঞ্চার ডে ২০২৫
শিশু-কিশোরদের হাতে তৈরি রকেট যখন আকাশ ছুঁয়ে উড়লো, তখন গোটা
| ইনোভেশনশুরু হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’
তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান এবং বৈশ্বিক অংশীদারিত্বের এক অনন্য সম্মিলন ঘটলো
| ক্যারিয়ারএ রকম আরও খবর
অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান
| এসোসিয়েশনঅপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে
| টেলিকমদেশজুড়ে রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু, ক্রেতাদের ভিড়!
বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো–এর ফার্স্ট সেল আনুষ্ঠানিকভাবে শুরু
| টেলিকমইনফিনিক্সের হট ৬০ সিরিজ: স্টাইল ও পারফরম্যান্সে নতুন ‘ভ্যালু ফর মানি’ লাইফস্টাইল ফোন
আধুনিক তরুণ প্রজন্মের কাছে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি
| টেলিকমঅনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে
| টেলিকমBeamforming টেকনোলজি সম্পন্ন কিউডি ব্রান্ডের রাউটার নিয়ে এল গ্লোবাল ব্র্যান্ড
বর্তমান সময়ের জনপ্রিয় ওয়াইফাই ব্র্যান্ড- Cudy(কিউডি),যাদের নেটওয়ার্কিং এবং যোগাযোগ পণ্য
| নেটওয়ার্কপ্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
দেশের শীর্ষ স্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক এর ‘মাই বিএল
| নেটওয়ার্কভিভোর দুই মিডরেঞ্জ স্মার্টফোনের চমক
গতবছরের শেষে দেশে এসেছে ভিভোর ভি সিরিজের নতুন দুইটি স্মার্টফোন
| টেলিকম