এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান আইটি উইক ২০২৫’ (স্প্রিং) শুরু হয়েছে জাপানের রাজধানী টোকিওর বিখ্যাত প্রদর্শনী কেন্দ্র ‘টোকিও বিগসাইট’-এ। ২৩ থেকে ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলা এই আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ হাই- টেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ছয়টি সদস্য প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক মেলায় অংশ নিচ্ছে।
মঙ্গলবার মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাপানে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোঃ তবিবুর রহমান এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এস এম ফরিদ উদ্দিন। এবারের জাপান আইটি উইকে বেসিসের সদস্য ৬টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে। প্রতিষ্ঠান গুলো হলোঃ বাংলাফায়ার সলিউশন লিমিটেড, বিজেআইটি লিমিটেড, ইনুমেন্ট সলিউশন্স লিমিটেড, টুইনফোর্চ সলিউশন্স লিমিটেড, ফ্রনচার টেকনোলজিস লিমিটেড এবং রেভো ইন্টারেক্টিভ।
বাংলাদেশ থেকে জাপান আইটি উইকে বেসিস-এর অংশগ্রহণে সার্বিক সমন্বয় করছেন বেসিস সহায়ক কমিটির সদস্য মো. রওশন কামাল জেমস। এই প্রসঙ্গে বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন, “জাপান আইটি উইকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্ব করা আমাদের জন্য এক বড় অর্জন। এই অংশগ্রহণ আমাদের স্টার্টআপ ও আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরবে বিশ্ব দরবারে।”
জাপান আইটি উইকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্ব করতে পারা নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় অর্জন। এই অংশগ্রহণ কেবল আমাদের স্টার্টআপ ও আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সুযোগ সৃষ্টি করবে না, বরং বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক উজ্জ্বল সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া, এই আয়োজনের মাধ্যমে জাপানি বিনিয়োগকারী ও অংশীদারদের কাছ থেকে ব্যবসায়িক লিড প্রাপ্তির সম্ভাবনাও তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার তথ্যপ্রযুক্তি সহযোগিতাকে আরও দৃঢ় করবে।”
উল্লেখ্য, জাপানের এই ট্রেড শোতে অংশগ্রহণকারী বেসিস সদস্যরা স্টলগুলোতে তাদের তথ্যপ্রযুক্তি পণ্য এবং পরিষেবা সম্পর্কে জানানো এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিং করার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে। পাশাপাশি বিনিয়োগকারি-তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মিলনমেলা।
Comments are closed.
এ রকম আরও খবর
জিবুতিতে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহবান
জবুতিতে বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশের পণ্য
| এসোসিয়েশন কোন মন্তব্য নাইঅ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান
| এসোসিয়েশনপেমেন্ট সহজীকরণে প্রিয় ইনকরপোরেশন (Priyo Inc.) এর সঙ্গে বাক্কো-এর সমঝোতা চুক্তি সই
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), দেশের বিপিও
| এসোসিয়েশনএআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি
বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির সাথে এক কৌশলগত
| বিবিধএআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি
বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির সাথে এক কৌশলগত
| বিবিধপুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দীর্ঘ কয়েক
| এসোসিয়েশনদুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো
বাংলাদেশের বিপিও শিল্পের কেন্দ্রীয় ও একমাত্র বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন
| এসোসিয়েশনসাংবাদিকতায় এআইয়ের ব্যবহার নিয়ে টিএমজিবি ও গিগাবাইটের কমর্শালা অনুষ্ঠিত
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ব্যবহার নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
| বিবিধএ রকম আরও খবর
দুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো
বাংলাদেশের বিপিও শিল্পের কেন্দ্রীয় ও একমাত্র বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন
| এসোসিয়েশনঅ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান
| এসোসিয়েশনযুবকদের ভ্রমণ-ঝোঁক বাড়ায় আউটডোর ক্যামেরা ফোনের চাহিদা
সপ্তাহান্তের ছোট্ট ভ্রমণ, রোড ট্রিপ কিংবা সমুদ্রতীরে দ্রুত পালানো—বাংলাদেশের তরুণদের
| টেলিকমফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে নতুন প্রশিক্ষণ প্রকল্প চালু করতে যাচ্ছে বাক্কো
বিপিও তথা আউটসোর্সিং শিল্পকে আরও এগিয়ে নিতে এবং এ খাতের
| অনলাইন আনিংঅপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে
| টেলিকমদেশের তরুণদেরকে সংস্কৃতিমুখী করতে নতুন উদ্যোগ ‘তারা’
সংস্কৃতি মানুষের জীবনধারার প্রতিফলন। একটি দেশের সংস্কৃতি সেই দেশের মেরুদন্ড।
| ইভেন্টএখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি
শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি উদ্ভাবক অপো তাদের ফ্ল্যাগশিপ রেনো১৪ এফ ফাইভজির
| টেলিকমবাংলাদেশের বাজারে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস মডেল
দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য
| করপোরেট