সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের বাজারে এলো ‘ডিউরাবিলিটি চ্যাম্পিয়ন’ অপো ‘এ৫এক্স’
বৈশ্বিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অপো, ব্র্যান্ডটির সর্বশেষ স্মার্টফোন অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) ১৫ মে, ২০২৫ তারিখে দেশের বাজারে গ্রাহকদের জন্য উন্মোচিত করেছে। অপোর এই ডিভাইসটির বাজারমূল্য ধরা হয়েছে- মাত্র ১৩, ৯৯০ টাকা। অপো ‘এ৫এক্স’-এ গ্রাহকরা পাবেন আইপি৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মেলিটারি-গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ-লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যা ব্যবহারকারীদের দেবে এই সেগমেন্টে সর্বোচ্চ স্মার্টফোন এক্সপেরিয়েন্স। মূলতঃ আউটডোরে ব্যবহারের কথা ভেবে ডিজাইন করা এই মোবাইল স্থায়িত্ব ও পারফরম্যান্সের দারুণ এক প্যাকেজ।
এই সেগমেন্টের স্মার্টফোনে প্রায়ই ফোনের স্থায়িত্ব বা ‘ডিউরাবিলিটি’ গুরুত্ব দিয়ে ভাবা হয় না। অপো ‘এ৫এক্স’ দিচ্ছে পানি ও ধুলো থেকে আইপি৬৫ প্রোটেকশন। কারণ ব্যবহারকারীদের প্রায়ই আবহাওয়া ও পরিবেশের অনিশ্চিত, বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হয় অপোর অভিনব ওয়াটার স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে ফোন ভেজা থাকলেও নিঁখুত স্ক্রিন রেসপন্স দিতে পারে, এতে ফলস টাচ কমে যায়। তাই ভেজা হাত, এমনকি হালকা বৃষ্টিতেও নির্বিঘ্নে স্মার্টফোন ইউজ করা যায়। এছাড়া- গ্লাভস ব্যবহার করেও ফোনে স্ক্রল করা যায়, কারণ ঠান্ডা কিংবা প্রখর রোদে অনেকেই মোটরবাইক চালানোর প্রয়োজনে তা ব্যবহার করেন। অপো ‘এ৫এক্স’ এ আরো রয়েছে- আউটডোর মোড, যেটি সরাসরি সূর্যরশ্মিতে আল্ট্রা-ক্লিয়ার ভিজিবিলিটি নিশ্চিত করে। তাই যারা দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করেন এটি তাদের জন্য যথার্থ স্মার্টফোন।
এই ফোনের স্থায়িত্ব নিয়ে আরো বলা যায়- অপো ‘এ৫এক্স’ এ রয়েছে, ১৪-স্টার সার্টিফিকেশন সহ মেলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং এসজিএস গোল্ড সার্টিফিকেশন; সবমিলিয়ে শক্তিশালী ও দৃঢ় নিরাপত্তা, যা এই প্রাইস সেগমেন্টে খুব কমই দেখা যায়। তাই কর্মক্ষেত্রে অথবা কোথাও গমনকালে ভুলবশতঃ হাত থেকে পড়ে যাওয়াসহ বিভিন্ন দুর্ঘটনায় ‘এ৫এক্স’ গ্রাহকদের দেবে আত্মবিশ্বাসের সঙ্গে সুরক্ষা।
এই স্মার্টফোনে আরো রয়েছে- ফ্ল্যাগশিপ-লেভেল এআই ফিচার, যা খুব কমই এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলোতে দেখা যায়। ডিভাইসটিতে ব্যবহারকারীরা আরো পাবেন আপগ্রেডেড ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স যেমন- এআই ইরেজার ২.০, যেটি ছবি থেকে অপ্রয়োজনীয় বিষবস্তু মুছে ফেলতে সাহায্য করে; এআই আনব্লার, ব্লারি ছবি স্পষ্ট করতে সাহায্য করে; এছাড়া এআই ক্লিয়ারিটি এনহেন্সার প্রতিটি শটকে করে আরো নিখুঁত। অধিকন্তু, এআই রিফ্লেকশন রিমুভার আলোর অযাচিত প্রতিফলন দূর করে। এছাড়া- এআই স্টুডিও ২.০ স্টুডিও কোয়ালিটি মনের মতো ইফেক্ট ব্যবহার করে পোর্ট্রেট তৈরিতে সাহায্য করে। এছাড়া সৃজনশীলভাবে ছবি সম্পাদনায় ভূমিকা রাখে এআই স্মার্ট ইমেজ মেটিং, যার মাধ্যমে সহজেই ছবি থেকে কোনো বিষয় আলাদা করা যায়।
টেকসইতা এবং এআই-পাওয়ারড টুলস এর বদৌলতে ‘এ৫এক্স’-এ গ্রাহকদের দিচ্ছে একটি পূর্ণাঙ্গ স্মার্টফোন অভিজ্ঞতা। এ মোবাইলে আছে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরো আছে ৯০হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে, যেটি ১০০০-নিট ব্রাইটনেস প্রদান করে এবং ব্যবহারকারীদের দেয় উজ্জ্বল ভিজ্যুয়াল। এ ডিভাইসে আরো আছে- স্মার্টফোনে দ্রুত ও নিরাপদ এক্সেস এর জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য ৩০০% আল্ট্রা ভলিউম মোড। এই সবকিছু প্যাক করা আছে- ৭.৯৯এমএম স্লিম বডিতে যার ওজন মাত্র ১৯৩ গ্রাম। তাই ফোনটি আরামদায়কভাবে ও সহজেই মুঠোবন্দি করা যায়। দুইটি বাহারি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি- একটি হচ্ছে লেজার হোয়াইট এবং অপরটি হচ্ছে মিডনাইট ব্লু।
এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “যেসব ব্যবহারকারীরা আউটডোরে লম্বা সময় কাটান অপো ‘এ৫এক্স’ বিশেষত তাদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। পানি, ধুলো ও ড্রপ রেজিস্ট্যান্স এই স্মার্টফোনটি প্রতিটি মুহূর্তেই নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকে। এটির স্লিম ডিজাইন সারাদিনব্যাপী কমফোর্ট দিয়ে ইউজারের পাশে থাকে।”
অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) প্রি-অর্ডারের জন্য আগামী ১৫ মে থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি লটারি, ১ মাসের ফ্রি বঙ্গ সাবস্ক্রিপশন অথবা নিশ্চিতভাবে কম্বো গিফ্ট বক্স। বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ
https://www.facebook.com/OPPOBangladesh ও অপো বাংলাদেশের ওয়েবসাইট
https://www.oppo.com/bd ভিজিট করুন।
Comments are closed.
এ রকম আরও খবর
অপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে
| টেলিকম কোন মন্তব্য নাইইনফিনিক্সের হট ৬০ সিরিজ: স্টাইল ও পারফরম্যান্সে নতুন ‘ভ্যালু ফর মানি’ লাইফস্টাইল ফোন
আধুনিক তরুণ প্রজন্মের কাছে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি
| টেলিকম কোন মন্তব্য নাইদেশজুড়ে রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু, ক্রেতাদের ভিড়!
বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো–এর ফার্স্ট সেল আনুষ্ঠানিকভাবে শুরু
| টেলিকম কোন মন্তব্য নাইভিভোর ৮ বছর পূর্তিঃ সেলিব্রেশনে থাকছে লাকি ড্র!
বাংলাদেশের বাজারে সফলভাবে আট বছর পূর্ণ করতে চলেছে গ্লোবাল স্মার্টফোন
| টেলিকম কোন মন্তব্য নাইব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডস পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে
ফ্যাশন ও ফিটনেস, শব্দ দুটি এখনকার তরুণদের জন্য খুব বেশিই
| টেলিকম কোন মন্তব্য নাইপানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লেসহ রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের ঘোষণা দিয়েছে তরুণদের
| টেলিকম কোন মন্তব্য নাইপ্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
দেশের শীর্ষ স্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক এর ‘মাই বিএল
| নেটওয়ার্ক কোন মন্তব্য নাইঅনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে
| টেলিকম কোন মন্তব্য নাইএ রকম আরও খবর
অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান
| এসোসিয়েশনঅপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে
| টেলিকমইনফিনিক্সের হট ৬০ সিরিজ: স্টাইল ও পারফরম্যান্সে নতুন ‘ভ্যালু ফর মানি’ লাইফস্টাইল ফোন
আধুনিক তরুণ প্রজন্মের কাছে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি
| টেলিকমদেশজুড়ে রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু, ক্রেতাদের ভিড়!
বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো–এর ফার্স্ট সেল আনুষ্ঠানিকভাবে শুরু
| টেলিকমঅনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে
| টেলিকমBeamforming টেকনোলজি সম্পন্ন কিউডি ব্রান্ডের রাউটার নিয়ে এল গ্লোবাল ব্র্যান্ড
বর্তমান সময়ের জনপ্রিয় ওয়াইফাই ব্র্যান্ড- Cudy(কিউডি),যাদের নেটওয়ার্কিং এবং যোগাযোগ পণ্য
| নেটওয়ার্কভিভোর দুই মিডরেঞ্জ স্মার্টফোনের চমক
গতবছরের শেষে দেশে এসেছে ভিভোর ভি সিরিজের নতুন দুইটি স্মার্টফোন
| টেলিকমব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডস পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে
ফ্যাশন ও ফিটনেস, শব্দ দুটি এখনকার তরুণদের জন্য খুব বেশিই
| টেলিকম