মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রাম ২০২৫ -এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এমসিডি প্রোগ্রামের মাধ্যমে এইচএসসি, এএস ও এ২ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় মোনাশ ইউনিভার্সিটির নির্দিষ্ট কিছু বিষয়ে সরাসরি উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান।
ইউসিবিডি’র অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন ও মোনাশ ইউনিভার্সিটি স্নাতক অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে ওরিয়েন্টশন অনুষ্ঠান শুরু হয়। নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ইউসিবি ক্যাম্পাসে স্বাগত জানান ইউসিবিডি’র প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল। তিনি শিক্ষার্থীদের ব্যবসা ও প্রকৌশল নিয়ে উচ্চশিক্ষার যাত্রায় শুভকামনা
জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের বাংলাদেশ প্রতিনিধি (ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ) আজরা করিম এবং মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের ড্যানিয়েল লাম। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের মোনাশ প্রোগ্রামে অধ্যয়ন এবং এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে কীভাবে উপকৃত হবেন, সে বিষয়ে আলোচনা করেন।
এমসিডি প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ড. সাদিয়া আফরিন ব্যবসায় ও প্রকৌশলের শিক্ষার্থীদের জন্য এমসিডি প্রোগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। তিনি প্রোগ্রামের কাঠামো ও মোনাশ স্বীকৃত ফ্যাকাল্টিদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইউসিবিডি’র অ্যাকাডেমিক নীতিমালা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) এবং মোনাশ থেকে ডিগ্রি অর্জনের পথে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রদত্ত প্রয়োজনীয় রিসোর্স ব্যবহারে বিভিন্ন মোনাশ প্ল্যাটফর্ম সম্পর্কে জানার সুযোগ পান।
অভিভাবকদের জন্য আয়োজিত ‘প্যারেন্ট ওরিয়েন্টেশন’ সেশনে অভিভাবকদের সাথে আলোচনা করেন ইউসিবিডি’র প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল। তিনি বলেন, “এমসিডি প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ইউসিবিডি ও মোনাশ ইউনিভার্সিটি কমিউনিটিতে স্বাগত জানাতে পারা
সত্যিই আনন্দদায়ক। এ প্রোগ্রামের মাধ্যমে এইচএসসি ও এএস সম্পন্ন করা শিক্ষার্থীদের এক বছর পড়ার সময় বাঁচাবে। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পছন্দসই ডিগ্রির দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি হতে পারবেন।”
মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের (আইএসআর) বাংলাদেশের ইন- কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আজরা করিম বলেন, “এমসিডি প্রোগ্রামের মাধ্যমে ঢাকায় বসেই শিক্ষার্থীদের বিশ্ব মানসম্পন্ন উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছেন। ইউসিবিডি -তে মোনাশ প্রোগ্রাম শেষ করার পর শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটিতে পছন্দমত বিষয়ে ভর্তি হতে পারবেন, যা তাদের জন্য নতুন সব সুযোগ উন্মোচন করবে।”
উল্লেখ্য, এমসিডি প্রোগ্রামে শিক্ষার্থীরা বিজনেস, ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজিতে ভর্তি হতে পারবেন। বাংলাদেশে বিশ্বমানের প্রশিক্ষিত শিক্ষকদের সাথে প্রথম বর্ষ সম্পন্ন করার পর শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটির অস্ট্রেলিয়া বা মালয়েশিয়া ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষে যুক্ত হতে পারবেন। ২০২৫ সালের এমসিডি ব্যাচের পরবর্তী ভর্তি কার্যক্রম শুরু হবে অক্টোবর মাসে।
Comments are closed.
এ রকম আরও খবর
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৫ আয়োজন করলো ইউসিবিডি
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৫ আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ
| ক্যাম্পাসবাংলাদেশের প্রেক্ষাপটে সেইফগার্ডিং নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গোলটেবিল বৈঠক আয়োজন
উন্নয়নমূলক কর্মসূচিতে সেইফগার্ডিং কার্যক্রমের প্রতি অধিক গুরুত্ব প্রদানের লক্ষ্যে উন্নয়ন
| একাডেমিকশিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের আলোচনা সভা
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)-এর সমন্বয় সভা গুলশান কার্যালয়ে
| ক্যাম্পাসহুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর নিবন্ধন শুরু
হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু
| ক্যাম্পাসদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন প্রতিটি
| ক্যাম্পাসইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে বুয়েট টিম-এর স্পন্সর গ্রামীণফোন
মহাকাশ নিয়ে আগ্রহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী অংশ
| ক্যাম্পাসএ রকম আরও খবর
অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান
এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান
| এসোসিয়েশনঅপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো
বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছে
| টেলিকমইনফিনিক্সের হট ৬০ সিরিজ: স্টাইল ও পারফরম্যান্সে নতুন ‘ভ্যালু ফর মানি’ লাইফস্টাইল ফোন
আধুনিক তরুণ প্রজন্মের কাছে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি
| টেলিকমদেশজুড়ে রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু, ক্রেতাদের ভিড়!
বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো–এর ফার্স্ট সেল আনুষ্ঠানিকভাবে শুরু
| টেলিকমঅনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে
| টেলিকমপ্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
দেশের শীর্ষ স্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক এর ‘মাই বিএল
| নেটওয়ার্কভিভোর দুই মিডরেঞ্জ স্মার্টফোনের চমক
গতবছরের শেষে দেশে এসেছে ভিভোর ভি সিরিজের নতুন দুইটি স্মার্টফোন
| টেলিকমব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডস পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে
ফ্যাশন ও ফিটনেস, শব্দ দুটি এখনকার তরুণদের জন্য খুব বেশিই
| টেলিকম