হোম প্রযুক্তি খবরনেটওয়ার্ক বাজারে এসেছে নতুন এফভিএল রাউটার-অনু স্ট্যান্ড

বাজারে এসেছে নতুন এফভিএল রাউটার-অনু স্ট্যান্ড

আপনার ঘরের ওয়াই-ফাই রাউটার, অনু, চার্জার বা অন্যান্য ছোট ইলেকট্রনিক গ্যাজেটগুলো কি এলোমেলোভাবে পড়ে থাকে? তারের জট ও ছোটখাটো ডিভাইস ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে কি আপনার পরিপাটি ইন্টেরিয়র নষ্ট হয়ে যাচ্ছে?

এসব সমস্যার সহজ ও টেকসই সমাধান দিতে নতুন রাউটার অনু স্টিল স্ট্যান্ড নিয়ে এলো প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ফেমাস ভিশন লিমিটেড (এফভিএল)। কালো রঙের ক্লাসিক লুকে তৈরি এই স্ট্যান্ডটি ব্যবহারে আপনার ঘর বা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করবে।

নতুন ডিজাইনের রাউটার অনু স্টিল স্ট্যান্ডটি আপনার ঘর বা অফিসকে দিবে স্টাইলিশ লুক, পরিপাটি ব্যবস্থা এবং সেসাথে টেকসই সমাধান। পুরো স্ট্যান্ডটি তৈরি হয়েছে টেকসই স্টিল দিয়ে, যা দীর্ঘস্থায়ী এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একদম উপযুক্ত। সহজ ইনস্টলেশনের সুবিধা এবং সাইড ওয়াল মাউন্ট ব্র্যাকেট সিস্টেমের কারণে এটি খুব অল্প জায়গাতেই লাগানো যায়, ফলে জায়গার অপচয় হয় না।

ফেমাস ভিশন লিমিটেড জানিয়েছে, এফভিএল রাউটার ও অনু স্ট্যান্ডটি অত্যাধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। এটি ডাবল লেয়ার বিশিষ্ট, স্টাইলিশ ও টেকসই ওয়াল মাউন্ট স্ট্যান্ড যা ঘর বা অফিসের প্রযুক্তিপণ্য গুছিয়ে রাখার জন্য আদর্শ। এটি শুধু একটি স্ট্যান্ড নয়-একটি স্মার্ট ডিভাইস ব্যবস্থাপনা পদ্ধতি। পুরো স্ট্যান্ডটি তৈরি হয়েছে হেভি ডিউটি স্টিল দিয়ে, যা সহজে বিকৃত হয় না। ক্লাসিক ব্ল্যাক কালার এটিকে যেকোনো ঘরের ইন্টেরিয়রের সঙ্গে সহজেই মানিয়ে নেয়। স্ট্যান্ডটির আকার মাত্র ১২.৫ × ৮ × ৬.৫ ইঞ্চি। তাই এটি কম জায়গায়ও স্থাপন করা সম্ভব।

আকর্ষণীয় ডিজাইন ও ইউজার ফ্রেন্ডলি করে স্ট্যান্ডটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে ডাবল লেয়ার সুবিধা। দুইটি আলাদা স্তরে আলাদাভাবে রাউটার ও অনু রাখা যাবে। উপরের স্তরে ওয়াইফাই রাউটার আর নিচে অনু বা মোবাইল চার্জার বা অন্যান্য ডিভাইস-সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে। আরও রয়েছে সাইড ওয়াল মাউন্ট সাপোর্ট। সাইড ওয়াল ব্র্যাকেট সিস্টেম থাকায় এটি দেয়ালে মাউন্ট করা যায়, ফলে ডেস্ক বা শেলফের জায়গা বাঁচে। খুব সহজে এটি ইনস্টলেশন করা যায়। ইনস্টল করার জন্য জটিল কোনো সরঞ্জামের দরকার হয় না। ইনস্টলেশন প্রক্রিয়া খুবই সহজ ও সময় সাশ্রয়ী। এটি ব্যবহারকারীকে দেবে অগোছালো তার থেকে মুক্তি। রাউটার ও অনু-এর তারগুলো ঝুলে না থেকে স্ট্যান্ডের গায়ে গুছিয়ে রাখা যায়, ফলে ঘরের ভেতরকার সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে।

ইন্টারনেটের অনু বা রাউটারকে সুরক্ষিত রাখতে এটি কার্যকর ভূমিকা পালন করবে। স্ট্যান্ডের মজবুত স্টিল বডি ডিভাইসগুলোকে দুর্ঘটনা বা ধুলা থেকে সুরক্ষা দেবে। শুধু এটি রাউটার-অনু নয়, চাইলে এতে মোবাইল চার্জার, টিভি বা এসি রিমোট, সিসিটিভি ডিভিআর/এনভিআর, টিভি বক্স, গেমিং কনসোল, এলার্ম ঘড়ি বা ছোট ডেকোরেশন আইটেম গুছিয়ে রাখা যাবে।

এতসব সুবিধা নিয়ে এফভিএল রাউটার অনু স্ট্যান্ডটি এখন বিশেষ অফারে পাওয়া যাচ্ছে মাত্র ৪৫০টাকায়।

বাসা বা ঘরের স্পেসকে আরও স্মার্টভাবে গুছিয়ে তুলতে যারা এফভিএল রাউটার অনু স্ট্যান্ডটি কিনতে চান তাদের যেতে হবে ফেসবুকের https://www.facebook.com/famousvisionltd এই লিংকে। আর ওয়েবসাইটের এই ঠিকানায়। http://www.famousvisionltd.com/

Related Articles

কমেন্ট করুন :-