Home » স্টারলিঙ্ক টিমের আগমন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-তে—সংযোগের ভবিষ্যৎ গড়ার পথে

স্টারলিঙ্ক টিমের আগমন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-তে—সংযোগের ভবিষ্যৎ গড়ার পথে

গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে স্টারলিঙ্ক তাদের ব্যবসা প্রসারের জন্য দেশের সব চেয়ে বড় আইটি ডিসট্রিবিউটর কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হেড অফিস ভিজিট করে। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন স্পেসএক্স থেকে ওশান বীরাসিংহে, ব্রায়ান শিন এবং নাটালি রাইডার এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, মার্কেটিং হেড সেলিম বাদল সহ আরও অনেকে।

আলোচনা হয় বাংলাদেশের দুর্গম এলাকায় গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর মাধ্যমে স্টারলিঙ্ক সেবা কিভাবে বাড়ানো যায়, ৩০টি ব্রাঞ্চের মাধ্যমে কিভাবে দ্রুত সাপোর্ট দেওয়া যাবে এবং ভবিষ্যৎ এ স্টারলিঙ্ক প্যাকেজ ক্রয়ে আর সহজ উপায় নিয়ে। নেটওয়ার্ক প্রযুক্তির আলো এবার পৌঁছাবে পাহাড়, চর ও প্রত্যন্ত গ্রামেও—গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ও স্টারলিঙ্কের হাত ধরে।

Related Articles

কমেন্ট করুন :-