জিবুতিতে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহবান

জিবুতিতে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহবান

জবুতিতে বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে জিবুতি’র মান্যবর রাষ্ট্রদুত মি. আবদিল্লাহি আসোয়েহ ইসে আজ সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন। রাষ্ট্রদুত আগামী জানুয়ারী মাসে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের জিবুতি সফর বিষয়েও বক্তব্য রাখেন।

মি. আবদিল্লাহি আসোয়েহ ইসে বলেন, জিবুতি ভূকৌশলগতভাবে অত্যন্ত আকর্ষনীয় অবস্থানে রয়েছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বাণিজ্যিক প্রবেশদ্বারে অবস্থান হওয়ায় এবং দেশটিতে অবকাঠামোগত ও নিরাপত্তার সুবিধা থাকায় বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য জিবুতি আকর্ষনীয় গন্তব্য হতে পারে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে জিবুতির অনারারি কনসাল জনাব আবদুল হক বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করেন যে, রপ্তানি বহুমূখীকরণের লক্ষ্যে আমাদের বিনিয়োগকারীরা জিবুতির অর্থনৈতিক অঞ্চলগুলোতে কর ছাড়ের সুবিধা ও উৎপাদনের অনুকূল পরিবেশ কাজে লাগাতে পারেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশের পাশাপশি আফ্রিকার দেশ জিবুতিতে বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের তৈরি পোশাক খাত, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, ওষধ এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প খাতের ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বাংলাদেশ বর্তমানে জিবুতিতে তৈরি পোশাক, ওষধ, পাট ও পাটজাত পণ্য, চা, হোম টেক্সটাইল এবং পানীয় রপ্তানি করছে।

Leave a reply

You must be logged in to post a comment.