পারফেক্ট কেয়ার লিমিটেড (পিসিএল) এর টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) ইয়ামিন ও সেলস অফিসার (এসও) মীর মোস্তফা কামাল রিটেইলারদের কাছে পণ্য বিক্রির রেকর্ড গড়ে অনুসরণীয় উদাহারণ তৈরি করেছেন। তাদের এই অর্জন কোম্পানির অন্যান্য কর্মীদের মাঝেও আরো বেশি একাত্মতা ও পরিশ্রমের সদিচ্ছা তৈরি করেছে। পারফেক্ট কেয়ার মনে করে, টঙ্গী এরিয়ার টিএসএম ইয়ামিন এবং ফরিদপুর জেলার, ফরিদপুর এরিয়ার এসও মীর মোস্তফা কামালের এই পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে অন্যরাও আরো উদ্যমের সঙ্গে প্রতিষ্ঠানটির সফলতার জন্য কাজ করবে। গত মাসে প্রাথমিকভাবে হোম কেয়ার ও পারসোনাল কেয়ার ক্যাটাগরিতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে যাত্রা শুরু করে পারফেক্ট কেয়ার লিমিটেড। কোম্পানির নতুন এই যাত্রায় সকল বাধা ও সীমাবদ্ধতা দূর করে কর্মীদের নানাভাবে অনুপ্রাণিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে পিসিএল। এতে প্রতিষ্ঠানের সব কর্মীরা কর্মক্ষেত্রে আরও একাগ্র হয়ে কাজ করতে উৎসাহিত হবেন। এ প্রসঙ্গে পারফেক্ট কেয়ার লিমিটেড এর পক্ষ থেকে বলা হয়েছে, “পণ্যের গুণগত মান বজায় রেখে পারফেক্ট কেয়ার দেশের সর্বস্তরের ভোক্তাদের নিকট পৌঁছে যেতে অঙ্গীকারবদ্ধ। পথচলার শুরুতে আমাদের শত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলেও কর্মীরা আন্তরিকতার সঙ্গে তা সামলে নিচ্ছেন। পিসিএল এর কর্মরত সবার ঐকান্তিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম আমাদের স্বপ্ন দেখতে সাহস জোগাচ্ছে।”
‘কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম আমাদের স্বপ্ন দেখতে সাহস জোগাচ্ছে’
লেখক: শাহীন আল রাইয়্যান
145