হোম প্রযুক্তি খবর MSI Z890 সিরিজ মাদারবোর্ডের যাত্রা শুরু

MSI Z890 সিরিজ মাদারবোর্ডের যাত্রা শুরু

বিশ্বের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান MSI “ ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২” প্রসেসর সাপোর্টেড MSI Z890 সিরিজ মাদারবোর্ডের আনুষ্ঠানিক বাজারজাত শুরু করলো ইউসিসি। বাংলাদেশের বাজারে আইটি পণ্যের অন্যতম সেরা পরিবেশক প্রতিষ্ঠান ইউসিসি এক সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে “MSI Z890” সিরিজ মাদারবোর্ডের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MSI ইন্দো-প্যাসিফিক সেলস টিম ইন চার্জ, মিঃ উইন্টার লি, MSI ইন্দো-প্যাসিফিক সেলস টিম, মিঃ কেভিন চাং, MSI বাংলাদেশ প্রোডাক্ট এন্ড মার্কেটিং ম্যানেজার, জনাব তৌহীদ হোসেন, MSI বাংলাদেশ প্রোডাক্ট ম্যানেজার, জনাব হুমায়ুন কবীর, ইউসিসির জিএম এন্ড হেড অফ সেলস, জনাব শাহিন মোল্লা, ডিজিএম এন্ড হেড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জনাব জয়নুস সালেকিন ফাহা্‌দ, এজিএম- প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জনাব নুরুল আমিন ভুইয়া মিনার সহ আরো অনেকে। গেমিং প্রফেশনাল কাজ এবং AI এর জন্য গ্রাহকদের চাই সর্বাধুনিক প্রযুক্তির নতুন মাদারবোর্ড, আর গ্রাহকদের সেই চাহিদা মেটাতেই বিশ্ব বাজারের সাথে সমন্বয় রেখে বাংলাদেশের বাজারেও আজ থেকে বাজারজাত শুরু হল ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২ এর নতুন Z890 সিরিজের ৬টি মাদারবোর্ড ।

উল্লেখ্য যে ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২ সাপোর্টেড MSI Z890 সিরিজের মাদারবোর্ডগুলিতে রয়েছে উন্নত প্রযুক্তির নতুন সব ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয় । এই মাদারবোর্ডগুলিতে আছে ডিডিয়ার৫ র‍্যাম ডুয়াল চ্যানেল মেমোরি স্লট যা সর্ব্বোচ্চ 9200MHz (OC) পর্যন্ত সাপোর্ট করবে। সাথে আছে লাইটিং ফাস্ট Gen 5 Pcie & M.2, এক্সএমপি ও মেমোরি বুস্ট, থান্ডারবোল্ড -৪, 24+2+1+1 ডুয়েট রেইল পাওয়ার সিস্টেম , প্রিমিয়াম থারমাল সলিউশন, অডিও বুস্ট ৫ এইচডি, , ওয়াইফাই ৭ এর মত আধুনিক সকল ফিচার। UCC দ্বীর্ঘ ১৫ বছর ধরে বিশ্বখ্যাত MSI এর পণ্য বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিয়ে  আসছে । মাদারবোর্ডগুলি বর্তমানে ইউসিসি এবং ইউসিসি অনুমদিত বাংলাদেশের সকল আইটিশপে পাওয়া যাবে।  মাদারবোর্ডগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন www.ucc.com.bd অথবা ফোন করুনঃ ০১৮৩৩৩৩১৬১০

Related Articles

কমেন্ট করুন :-