দেশের বাজারে নতুন স্মার্ট ওয়াচ শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ ও শাওমি রেডমি ওয়াচ ৫ লাইট আনলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। নতুন প্রজন্মের চাহিদা বিবেচনায় রেখে তৈরি এই স্মার্টওয়াচ দুটি আধুনিক ফিচার, নান্দনিক ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের এক দারুণ সমন্বয় যা তরুণদের গতিশীল জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফিচারসমৃদ্ধ এই স্মার্টওয়াচ দুটি ফ্যাশন ও ব্যবহারিক সুবিধায় চমৎকার ভারসাম্য আনবে যা বাংলাদেশের শাওমি ফ্যানদের সবসময় কানেক্টেড ও অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে।
শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভে রয়েছে ২ ইঞ্চির একটি বিশাল ভাইব্রেন্ট এলসিডি ডিসপ্লে, যা স্মুথ ও রেস্পন্সিভ ইন্টারেকশন নিশ্চিত করবে। পাশাপাশি, স্ক্রিন-টু-বডি রেশিও ৭০ শতাংশের বেশি হওয়ায় স্মার্ট ওয়াচটি প্রতি মুহূর্তকে আরও বেশি কালারফুল করে তুলবে। ম্যাট ফিনিশের ফ্রেম হওয়ায় স্মার্ট ওয়াচটি দেখতে যেমন আকর্ষণীয়, ব্যবহারে দিবে ঠিক তেমনি স্মুথ অভিজ্ঞতা। এতে ২০০ এরও বেশি ওয়াচ ফেইস আছে যা ব্যবহারকারীদের মুড ও আউটফিটের সাথে মিল রেখে তাদের ব্যক্তিত্ববোধ ফুটিয়ে তুলতে সাহায্য করবে। তাছাড়া, এর সিম্পল ডিজাইন ওয়াচটিকে বিউটি ও এলিগেন্স এর এক নিখুঁত সংমিশ্রণ রূপে ফুটিয়ে তুলবে। স্মার্টওয়াচটি ম্যাচিং স্ট্র্যাপ সহ মিডনাইট ব্ল্যাক এবং ম্যাট সিলভার রঙে বাজারে পাওয়া যাবে।
শাওমি রেডমি ওয়াচ ৫ লাইটে রয়েছে ১.৯৬ ইঞ্চির একটি আমোলেড আল্ট্রা-ক্লিয়ার লারজ ডিসপ্লে, যা ন্যাচারাল কালার যেমন লাইট গোল্ড বা ব্ল্যাক কালারে পাওয়া যাবে। এর স্কয়ার স্ক্রিন ডিজাইন দেখতে বেশ স্টাইলিশ এবং ওজনে হালকা যা একটি হাই-গ্লস এনসিভিএম ফ্রেম দ্বারা তৈরি। এছাড়া, ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ওয়াচটিতে এওডি মোড রয়েছে। এক্সটেন্ডেড কল রেঞ্জের সুবিধার জন্য স্মার্টওয়াচটিতে ব্যবহার করা হয়েছে একটি ইন্ডেপেন্ডেন্ট রিসিভার যা ফাইভ-সিস্টেম জিএনএসএস চিপ দ্বারা নির্মিত। এর ফলে জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বেইদু, কিউজেডএসএস এর পাশাপাশি স্যাটেলাইট পজিশনিং এর মত ফিচার গুলোও উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা।
শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ এবং শাওমি রেডমি ওয়াচ ৫ লাইটে রয়েছে ডাইনামিক হেলথ ও ফিটনেস ট্র্যাকিং ফিচার। ব্যবহারকারীদের হার্ট রেট ও অক্সিজেন লেভেল পর্যবেক্ষণ করতে ডিভাইস দুটিতে আছে কমপ্রিহেনসিভ ফিটনেস ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম। দুটি স্মার্টওয়াচেই রানিং, ওয়াকিং, সাইক্লিং, রোয়িং, সুইমিংসহ ১৪০টিরও বেশি মোড রয়েছে। ৫ এটিএম পানি- প্রতিরোধক ক্ষমতা থাকায় হালকা বৃষ্টি, হাত ধোয়া বা সুইমিং এর ক্ষেত্রে ব্যবহারকারীদের নিশ্চিন্তে রাখবে ডিভাইস দুটি। এছাড়া, দুটো স্মার্টওয়াচেই ডুয়াল-মাইক্রোফোন নয়েজ রিডাকশন এবং ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। প্রতিটি ডিভাইসে ৪৭০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১৮ দিনের ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। এর ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন কাজগুলো সহজেই পরিচালনা করতে পারবে। এছাড়াও, হাইপারওএস দ্বারা চালিত হওয়ায় শাওমির অন্যান্য স্মার্ট ডিভাইসের সাথে ওয়াচ দুটিকে সহজেই কানেক্ট করাতে পারবেন ব্যাবহারকারীরা। শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ এবং শাওমি রেডমি ওয়াচ ৫ লাইট বাংলাদেশের শাওমির অনুমোদিত রিটেইল স্টোর গুলোতে পাওয়া যাবে।