হোম ক্যারিয়ারইনোভেশন শুরু হলো গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড ২০২৫ এর রেজিস্ট্রেশন

শুরু হলো গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড ২০২৫ এর রেজিস্ট্রেশন

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করতে স্পেস ইনোভেশন ক্যাম্প এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) যৌথভাবে আয়োজন করেছে বছরের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক শিক্ষা প্রতিযোগিতা— গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড ২০২৫।  ২০ সেপ্টেম্বর, ২০২৫ ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এই প্রতিযোগিতা। উদ্বোধনের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় হাতে-কলমে বিজ্ঞানভিত্তিক কর্মশালা, যা তাদের কৌতূহল ও সৃজনশীলতাকে আরও উজ্জীবিত করেছে।

আয়োজকদের মতে, প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ৬–৯ বছর, ১০–১২ বছর ও ১৩–১৬ বছর বয়সী তিনটি গ্রুপে অংশ নিতে পারবে। প্রতিযোগিতার বিষয়সমূহ হলো বিজ্ঞান, গণিত, পরিবেশ, প্রযুক্তি, ব্রেন গেমস এবং সাধারণ জ্ঞান। প্রতিটি অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনটি বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। অলিম্পিয়াডকে ঘিরে থাকবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে থাকবে স্কুল ক্যাম্পেইন, ডাটা বুটক্যাম্প ও অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা। সবশেষে আগামী ২০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। ফাইনালে প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও সেকেন্ড রানার্স-আপ নির্বাচিত হবে। প্রধান অতিথি জনাব হাবিব বিন মুজাফফর, পিএইচডি, ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, আইইউবি , বলেন: “গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা এখানে শুধুমাত্র প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা ও জ্ঞান প্রদর্শন করবে না, বরং নতুন ধারণা, সৃজনশীলতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জন করবে। আমরা বিশ্বাস করি, আগামী দিনের বাংলাদেশ ও বিশ্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তির উপর ভিত্তি করে।”

বিশেষ অতিথি জনাব আনিস রহমান, সিইও, বিলিয়নস ফর বাংলাদেশ ইনক্, যুক্তরাষ্ট্র, বলেন: বিদেশে থেকেও আমি সবসময় লক্ষ্য করি, আমাদের শিশু-কিশোরদের প্রতিভা অসীম। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন তাদের প্রতিভাকে সঠিকভাবে বিকশিত করার সুযোগ তৈরি করবে। আমি বিশ্বাস করি, নতুন প্রজন্ম একদিন দেশের পাশাপাশি বৈশ্বিক অঙ্গনেও নিজেদের দক্ষতা ও উদ্ভাবন দিয়ে বাংলাদেশকে গৌরবান্বিত করবে।” স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন: “গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড শিশুদের কৌতূহল, সমস্যা সমাধানের দক্ষতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। সাধারণত আমরা দেশের বাইরে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিই, কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোররা বাংলাদেশে আসবে। এর ফলে একটি বৈশ্বিক বন্ধন তৈরি হবে যা তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।” অলিম্পিয়াডে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে ক্লাউডক্যাম্প বাংলাদেশ, রাইজ আপ ল্যাবস এবং এনিগমা টিভি। অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। অংশগ্রহণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে: www.globalscholarsolympiad.org

Related Articles