ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে নতুন প্রশিক্ষণ প্রকল্প চালু করতে যাচ্ছে বাক্কো

ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে নতুন প্রশিক্ষণ প্রকল্প চালু করতে যাচ্ছে  বাক্কো

বিপিও তথা আউটসোর্সিং শিল্পকে আরও এগিয়ে নিতে এবং এ খাতের সঙ্গে যুক্ত ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজন করতে যাচ্ছে “Freelance Focus: Upskilling for a Better Future” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ প্রকল্প। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ৩টি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সারকে আধুনিক ও চাহিদাসম্পন্ন দক্ষতায় প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রকল্পটির আওতায় থাকছে—আপওয়ার্ক, ফাইভার ও লিংকডইনসহ জনপ্রিয় মার্কেটপ্লেসে প্রোফাইল অপ্টিমাইজেশনের দক্ষতা অর্জন; উন্নত প্রোপোজাল প্রস্তুতকরণ ও কার্যকর ক্লায়েন্ট কমিউনিকেশনে পারদর্শিতা অর্জন; বাস্তব কাজের মাধ্যমে একটি মানসম্মত পেশাদার পোর্টফোলিও গড়ে তোলার সুযোগ; প্রাইসিং, পেমেন্ট ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা; এবং দীর্ঘমেয়াদি পেশাগত সফলতার জন্য সুস্পষ্ট ও কৌশলভিত্তিক ক্যারিয়ার রোডম্যাপ তৈরিতে সহায়তা।

প্রকল্পের সমগ্র কার্যক্রম অনুষ্ঠিত হবে বাক্কোর নিজস্ব প্রশিক্ষণ ল্যাবে। প্রশিক্ষণ প্রদান করবেন ফ্রিল্যান্সিং-এ অভিজ্ঞ ও স্বনামধন্য প্রশিক্ষকবৃন্দ, পাশাপাশি থাকবেন ফ্রিল্যান্সিং জগতের অনুসরণীয় ব্যক্তিত্বরা, যা পুরো প্রকল্পটিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট এবং যাতায়াত ভাতা প্রদান করা হবে। আগ্রহী অংশগ্রহণকারীদের নিচে প্রদত্ত লিংকে প্রবেশ করে আবেদন করার জন্য অনুরোধ জানানো হলো- নিবন্ধন লিংকঃ https://rb.gy/70z0n5

Leave a reply

You must be logged in to post a comment.