দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় খাবার ও গ্রোসারি অর্ডারে বিশেষ ছাড় পাবেন র্যাংগস গ্রুপের কর্মীরা। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।
ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ফুডপ্যান্ডা বাংলাদেশের করপোরেট বিজনেস লিড ওসমান গনি এবং র্যাংগস গ্রুপের হেড অব হিউম্যান রিসোর্সেস হাফিজুল ইসলাম।
এ চুক্তির ফলে, র্যাংগস গ্রুপের তিনটি অঙ্গপ্রতিষ্ঠান, র্যাংগস মোটরস লিমিটেড, র্যাংগস মোটরস ওয়ার্কশপ লিমিটেড এবং র্যাংগস ফার্মাসিউটিক্যালস পিএলসি’র কর্মীরা ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে খাবার ও গ্রোসারি অর্ডারে বিশেষ ছাড় পাবেন। এছাড়া অফিসে মিল ম্যানেজমেন্ট সহজ করার জন্য এ চুক্তির আওতায় আরও থাকছে কাস্টোমাইজড করপোরেট মিল প্ল্যান, বাল্ক অর্ডার এবং ডিজিটাল মিল ভাউচার সুবিধা। পাশাপাশি ফুডপ্যান্ডা ফর বিজনেস এর মাধ্যমে রিয়েল টাইম অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট এবং সুবিধা অনুযায়ী বাজেট বরাদ্দের সুযোগ পাওয়া যাবে।
র্যাংগস গ্রুপের হেড অব হিউম্যান রিসোর্সেস হাফিজুল ইসলাম বলেন, “ফুডপ্যান্ডার সাথে এ অংশীদারিত্ব কর্মীদের কল্যাণের জন্য আমাদের যে অঙ্গীকার রয়েছে তা আরও দৃঢ় করবে। ফুডপ্যান্ডা সবসময়ই নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। এই চুক্তির মাধ্যমে এখন আমরা আমাদের কর্মীদের জন্য খাবার অর্ডারের ক্ষেত্রে আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারব।”
ফুডপ্যান্ডা বাংলাদেশের করপোরেট বিজনেস লিড ওসমান গনি বলেন, “করপোরেট মিল ম্যানেজমেন্ট সমাধান দেওয়ার মাধ্যমে কর্মীদের সুবিধা বাড়াতে ফুডপ্যান্ডা প্রতিশ্রুতিবদ্ধ। এ চুক্তির মাধ্যমে র্যাংগস গ্রুপের কর্মীরা আমাদের প্ল্যাটফর্মে খাবার ও গ্রোসারি পণ্য অর্ডারে আরও বেশি সুবিধা উপভোগ করবেন।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাংগস গ্রুপের এইচআর বিজনেস পার্টনার আনিকা নূর। ফুডপ্যান্ডা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির করপোরেট সেলস স্পেশালিস্ট স্বাক্ষর দেওয়ান, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ইশতিয়াক খান, করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সাকিফ মুবতাসিম এবং করপোরেট সেলস অ্যাসোসিয়েট জানিয়া কবির জুথি।